৫ম আন্তঃ স্কুল-কলেজ দাবা উৎসব

৫ম আন্তঃ স্কুল ও কলেজ দাবা উৎসবের অপ্রতিরোধ্য বিজয় অর্জন করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
Chess fest
৫ম আন্তঃ স্কুল ও কলেজ দাবা উৎসবে অংশগ্রহণকারীরা। ছবি: স্টার

৫ম আন্তঃ স্কুল ও কলেজ দাবা উৎসবের অপ্রতিরোধ্য বিজয় অর্জন করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

গত ২৫ জানুয়ারি নটরডেম দাবা ক্লাবের আয়োজনে দ্য এলিগেন্ট দাবা একাডেমি পরিচালনায় ফাদার মার্টিন হল মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব এবং এলিগেন্ট দাবা একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মলি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago