ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরি, হেলসের আক্ষেপ
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম যদি ধরা হয়, তাহলে শুরুতেই আসবে এবি ডি ভিলিয়ার্সের নাম। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে বড় আকর্ষণই এ প্রোটিয়া তারকা। আর কেন তা হাড়েহাড়ে টের পেল ঢাকা ডায়নামাইটস। তাদের বিপক্ষে রংপুর রাইডার্সের এ ব্যাটসম্যান তাণ্ডব চালিয়ে তুলে নিলেন বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ব্যাট করে ১০০ রানের হার না মানা ইনিংস খেলেছেন ভিলিয়ার্স। মাত্র ৫০ বলে এ রান করেছেন তিনি। তাতে ৮টি চারের সঙ্গে মেরেছেন ৬টি বিশাল ছক্কা। সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, রুবেল হোসেন, সুনীল নারিন কেউ বাদ যাননি ভিলিয়ার্সের আগ্রাসন থেকে। ফলে ১০ বল হাতে রেখেই আসে ৮ উইকেটের বিশাল জয়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৬ রানের বড় সংগ্রহই করেছিল ঢাকা। কিন্তু প্রতিপক্ষ দলে যে আছেন গেইল, ভিলিয়ার্স, হেলস ও রুশোর মতো ব্যাটসম্যানরা। তাদের কাছে এ রানটাও হয়ে গেল মামুলী। ভিলিয়ার্সের সঙ্গে হেলস ঢাকার বোলারদের পিটিয়েছেন ইচ্ছে মতোই। ৫৩ বলে ৮৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি।
তবে এদিন ভিলিয়ার্স যখন ব্যাটিংয়ে নামলেন তখন দল তখন ছিল বেশ বিপদে। দলীয় ৫ রানেই নেই দুই উইকেট। ক্রিস গেইল তো আউট হয়েছেনই, সঙ্গে টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা রাইলি রুশোও আউট। অপর প্রান্তে ছিলেন ছন্দে ফেরা হেলস। তার সঙ্গে ইনিংস মেরামতের কাজে নামেন ভিলিয়ার্স। গড়েন ১৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি। যা তৃতীয় উইকেটে বিপিএলের সর্বোচ্চ জুটির রেকর্ডও বটে।
আর তাতে আফসোস দীর্ঘায়িত হয়েছে হেলসের। ঢাকা ডায়নামাইটসকে আর কয়টা রান দিলে কি এমন হতো, এমনটা বলতেই পারেন এ ইংলিশ তারকা। লক্ষ্যটা আর একটু বড় হলে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখাটা পেয়ে যেতেন এ ইংলিশ ব্যাটসম্যান।
Comments