বৃষ্টি থেমেছে, শীগগিরই আবার খেলা শুরু
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর থেকেই দফায় দফায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ১০ মিনিট পর ম্যাচ শুরু হওয়ার পর ১ ওভার না গড়াতেই আবার বৃষ্টি নামে। ফলে ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। তবে আশার কথা আবার থেমেছে বৃষ্টি। নতুন করে বৃষ্টি না নামলে ২টা ২০ মিনিটে আবার শুরু হবে খেলা।
দুপুর ১টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।তবে দুপুর ১টা ২০ মিনিটের দিকে থেমে যায় বৃষ্টি। টস হয় ১টা ২৫ মিনিটে। তাতে টস জিতে ব্যাটিং নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহীম। খেলা শুরু হয় ১টা ৪০ মিনিটে। এরপর ১ ওভার পর আবার বৃষ্টি নামলে সাময়িকভাবে খেলা বন্ধ রয়েছে। এ সময়ে কোন উইকেট না হারিয়ে ২ রান করেছেন চিটাগং।
চিটাগং ও কুমিল্লা দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। সমান ৯ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ১২। এ ম্যাচে তাই এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে দুই দলের। বিশেষ করে চট্টগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি। দারুণ ছন্দে থাকা দলটি ঘরের মাঠে এসে টানা দুই ম্যাচে হেরেছে। তাই মোমেন্টাম ফিরে পেতে ম্যাচ জয়ের বিকল্প নেই মুশফিকুর রহিমের দলের।
এর আগে নিজেদের মধ্যকার প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে জয় পেয়েছিল চিটাগং। মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহই করেছিল কুমিল্লা। তবে মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে দুই বল বাকী থাকতেই ৪ উইকেটের জয় পায় বন্দর নগরীর দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এদিন ম্যাচ রয়েছে দুইটি। প্রথম ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসের খেলছে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস।
Comments