২০১৫ সালে ৫০ হাজার কোটি টাকা পাচার
বাংলাদেশ থেকে ২০১৫ সালে অর্থাৎ কেবল এক বছরেই বিদেশে পাচার হয়েছে ৫০ হাজার কোটি টাকা- এ তথ্য জানিয়েছে গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই)।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক এই গবেষণা সংস্থা গতকাল (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থানে রয়েছে ভারত এবং দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।
১৪৮টি উন্নয়নশীল দেশের ওপর জরিপ চালিয়ে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) তথ্য অনুসারে একই সময়ে (২০১৫ সালে) অবৈধভাবে প্রায় ২.৩৬ বিলিয়ন ডলার বাংলাদেশে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, “অবৈধ লেনদেনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই ও ন্যায্য প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে।”
প্রতিবেদনটিতে ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোতে অবৈধ অর্থের লেনদেনের হিসাব তুলে ধরা হয়।
সংস্থাটির ২০১৭ সালের প্রতিবেদন বলা হয় ২০১৪ সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছিলো প্রায় ৭৩ হাজার কোটি টাকা।
Comments