ডি ভিলিয়ার্সকে বোল্ড করাই তাসকিনের সেরা স্মৃতি
লেংথ মিস করে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে গেলেন এবি ডি ভিলিয়ার্স। আর ওই দিকে দুই হাত প্রসারিত করে যেন উড়ছিলেন সিলেট সিক্সার্সের এ তরুণ পেসার। মনে রাখার মতো স্মৃতি। সত্যিই মনে রেখেছেন তাসকিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এ মুহূর্তটাই চলতি বিপিএলে তার সেরা মুহূর্ত বলে জানালেন এ পেসার।
বিপিএলের ২১তম ম্যাচে সিলেটে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল তাসকিনের দল। ১৯৫ রানের লক্ষ্যটা যেন সহজেই পার হয়ে যাচ্ছিল রংপুর। তখনই দুই প্রোটিয়া রুশো ও ডি ভিলিয়ার্সের জোড়া উইকেট তুলে নেন তাসকিন। ভিলিয়ার্সকে তো বোল্ডই করে দিয়েছিলেন। তাতেই ম্যাচে ফিরেছিল সিলেট। যদিও শেষ রক্ষা হয়নি। তবে মনে ধরে রাখার মতো স্মৃতি পেয়েছেন তাসকিন।
চলতি বিপিএলে অবশ্য দারুণ বোলিং করছেন তাসকিন। ১০ ম্যাচে ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বাধিক উইকেটশিকারি। প্রয়োজনীয় মুহূর্তে দলকে ব্রেক থ্রুও এনে দিচ্ছেন। তার নৈপুণ্যে দলও জয় পেয়েছে। কিন্তু আলাদা করে সেরা মুহূর্তের কথা জানতে এ পেসার বললেন, ‘ডি ভিলিয়ার্সের বোল্ড, রংপুর রাইডার্সের আরেক ম্যাচে রুশোর বোল্ডটা ওই দুইটাই টার্নিং পয়েন্ট ছিল।’
স্মৃতিটা আরও জ্বলজ্বলে হতো যদি ম্যাচ জিততে পারতেন তাসকিন। আক্ষেপ করেই তাই বললেন, ‘প্রথম ম্যাচে রুশোর বোল্ডে আমরা ম্যাচ জিতেছিলাম কিন্তু পরের ম্যাচটা জিততে পারিনি।’
শুরু থেকেই সাবলীল থাকলেও আগের দিনই জ্বলে উঠেছেন ভিলিয়ার্স। করেছেন দারুণ এক সেঞ্চুরি। এমন ব্যাটসম্যানকে আউট করার জন্য অবশ্য আলাদা পরিকল্পনা করেননি তাসকিন। নিজের ভুলেই আউট হয়েছেন বলে জানালেন এ তরুণ, ‘ওর আসলে দুর্বল জায়গা খোঁজা কষ্ট। আমি আমার পরিকল্পনা অনুযায়ী করেছি। ও ভালো বল জোর করে মারতে গিয়ে আউট হয়েছে।’
Comments