একাদশ সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ (৩০ জানুয়ারি) মানববন্ধন করেছে বিএনপি। সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির নেতা-কর্মীরা পূর্বঘোষিত এই মানবন্ধন কর্মসূচীতে অংশ নেন।
বেলা ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা মানববন্ধনে এসে যোগ দেন।
এসময়, পুনর্নির্বাচনের দাবিসহ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আজকের কর্মসূচির বিষয়টি জানান।
Comments