চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক রাসেলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে তৃতীয় হ্যাটট্রিক তুলে নিলেন ঢাকা ডায়নামাইটসের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এদিন চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে হ্যাটট্রিক করেন এ ক্যারিবিয়ান। যা চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক। এর আগে ঢাকার স্পিনার আলিস ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ।
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে তৃতীয় হ্যাটট্রিক তুলে নিলেন ঢাকা ডায়নামাইটসের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এদিন চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে হ্যাটট্রিক করেন এ ক্যারিবিয়ান। যা চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক। এর আগে ঢাকার স্পিনার আলিস ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ।

অথচ এর আগের পাঁচটি আসরে হ্যাটট্রিক হয়েছে মাত্র দুইটি। সেখানে চলতি আসরেই হলো তিনটি। টুর্নামেন্টে এখনও বাকি রয়েছে ১৩টি ম্যাচ।

এদিন শুরুটা ভালো হয়নি রাসেলের। প্রথম ৩ ওভারে দিয়েছিলেন ৩১ রান। উইকেটশূন্য। ফিল্ডিংয়েও করেছেন ক্যাচ মিস। সেই ক্যারিবীয়ান পেসারই সব জ্বালা মিটিয়ে দিলেন শেষ ওভারে। ওভারের প্রথম বলে তাকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ দেন মুশফিক। পরের বলে ক্যামেরন ডেলপোর্ট ক্যাচ দেন লং অফে। আর তৃতীয় বলে স্কুপ করতে গিয়ে আউট হন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাশুন শানাকা। তাতেই ছয় মাসের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করেন রাসেল।

বিপিএলের প্রথম আসরেই হ্যাটট্রিক দেখেছিল ক্রিকেটপ্রেমীরা। দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। দ্বিতীয় আসরে হ্যাটট্রিক না হলেও এরপর ২০১৫ সালের আসরে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে করেছিলেন আল-আমিন হোসেন।

এরপর পরের দুই আসরে হ্যাটট্রিক হয়নি বিপিএলে। তবে চলতি আসরেই ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস আল ইসলাম হ্যাটট্রিক করেন রংপুর রাইডার্সের বিপক্ষে। এরপর চট্টগ্রামে গত সোমবার খুলনার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ওয়াহাব রিয়াজ।

ক্যারিয়ারে এটা রাসেলের তৃতীয় হ্যাটট্রিক। এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে করেছিলেন প্রথম হ্যাটট্রিক। আর গত বছরই সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন এ ক্যারিবিয়ান।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago