ঢাকা উত্তরে জাপার মেয়র প্রার্থী শাফিন আহমেদ
ব্যান্ড শিল্পী শাফিন আহমেদকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। আজ বুধবার শাফিনের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
ইতিমধ্যেই জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। শাফিন আহমেদকে 'লাঙ্গল প্রতীক' বরাদ্দ দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
প্রখ্যাত সংগীত শিল্পী কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের ছেলে শাফিন আহমেদ। তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড 'মাইলস' এর সদস্য।
Comments