পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে চলাফেরা নিষেধ: ডিএমপি
আসন্ন এসএসসি পরীক্ষা চলাকালে ঢাকায় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে চলাফেরা বা অবস্থান করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার ডিএমপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, এই আদেশ আগামী ২ জানুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়ে বলবত থাকবে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য ডিএমপি এই ব্যবস্থা নিয়েছে।
এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে পরীক্ষার সময় সারাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখা ও পরীক্ষা কেন্দ্রে সচিব ছাড়া অন্য যে কারও মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্র সচিবের মোবাইল ফোনটিও হতে হবে সাধারণ মানের যেটাতে ছবি তোলা যায় না।
এছাড়াও এবার অ্যালুমিনিয়াম ফয়েল কাগজে বাঁধিয়ে প্রশ্নপত্র পাঠানো হবে। আর আগের মতোই পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২১ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। দাখিলে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ২৬ হাজার ৩৭১ জন পরীক্ষা দিবে।
Comments