ইংলিশদের হারিয়ে যুবদলের সিরিজ জয়

পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর তোপে মাঝারি সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড যুবদল। সেই রান তাড়ায় ঝলক দেখিয়েছেন ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও আকবর আলি। কক্সবাজারে তাই দ্বিতীয় ওয়ানডেতেও ইংলিশ যুব দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ যুবদল।
Bangladesh Under-19
ফাইল ছবি

পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর তোপে মাঝারি সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড যুবদল। সেই রান তাড়ায় ঝলক দেখিয়েছেন ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও আকবর আলি। কক্সবাজারে তাই দ্বিতীয় ওয়ানডেতেও ইংলিশ যুব দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ যুবদল।

বুধবার কক্সবাজারে মৃত্যুঞ্জয়ের তোপে সামলে ২৫৬ রান করেছিল ইংল্যান্ড। তানজিদ, মাহমুদুল ও আকবরের তিন ফিফটিতে ১৩ বল আগেই ওই রান টপকে  বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে সিরিজ জিতল আকবর আলির দল।

সকালে টস জিতে আগে ব্যাট করতে গিয়েছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার বেন চার্লসওর্থ ও উইল স্মিড এনে দেন ভালো শুরু। চার্লসওর্থকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন আশরাফুল ইসলাম।

খানিক পর স্মিডকে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন। ইংলিশ দলটির অধিনায়ক জেমি স্মিথ পরে হাল ধরে এগিয়ে নেন দলকে। লুইস গোল্ডসওয়ার্থির সঙ্গে গড়ে উঠে তার দারুণ জুটি। ৭৩ রান করা গোল্ডসওয়ার্থিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মৃত্যুঞ্জয়। শেষ দিকে দ্রুত উইকেট তুলতে থাকেন বাঁহাতি এই পেসার। ফলে টপ অর্ডারে ভাল রান আসারও থমকে যায় ইংল্যান্ড।

২৫৭ রান তাড়ায় বাংলাদেশও পায় দারুণ শুরু। দুই ওপেনার প্রান্তিক নওরোজ ও তানজিদের ব্যাটে অনায়াসে জেতার দিকে এগোয় যুবারা। দলের ৮৮ রানে ৩১ রান করা প্রান্তিক ফিরলে ভাঙে সে জুটি। ওয়ানডাউনে নেমে দ্রুত ফেরেন পারভেজ হোসেনও। ৭০ রান করে ফেরেন তানজিদও। তখন দল পড়েছিল শঙ্কায়।

কিন্তু চারে নেমে সেই শঙ্কা উবে যায় মাহমুদুল ও আকবরের ব্যাটে। মাহমুদুল অপরাজিত থাকেন ৫৮ রানে, ৫৭ রান করে আউট হন আকবর।

মাহমুদুলের সঙ্গে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বোলিংয়ে নৈপুণ্য দেখানো মৃতুঞ্জয়।

এর আগে একমাত্র টি-টোয়েন্টিতে জেতার পর প্রথম ওয়ানডেতেও জিতেছিল বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

35m ago