বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ
ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে অংশ নেওয়া দলগুলোর প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি চূড়ান্ত করেছে আইসিসি। উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলবে মাশরাফি মর্তুজার দল।
২৬ মে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৮ মে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালেও এই মাঠ বাংলাদেশকে ভাসিয়েছিল আনন্দে। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ।
রীতি অনুযায়ী বিশ্বাকাপের আগে প্রতিটি দলকে প্রস্তুতি নিতে দুটি করে ম্যাচের আয়োজন করেছে আইসিসি।
মূল বিশ্বকাপের আগে এবার সেসব প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৪ মে। ব্রিস্টলে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নামবে পাকিস্তান ও আফগানিস্তান।
মূল বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। তবে বাংলাদেশের প্রথম খেলা ২ জুন। লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে মাশরাফি মর্তুজার দল।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ মে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, হ্যাম্পশায়ার
২৫ মে, ভারত-নিউ জিল্যান্ড, ওভাল
২৬ মে, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ব্রিস্টল
২৬ মে, পাকিস্তান-বাংলাদেশ, কার্ডিফ
২৭ মে, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, হ্যাম্পশায়ার
২৭ মে, ইংল্যান্ড-আফগানিস্তান, ওভাল
২৮ মে , ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড, ব্রিস্টল
২৮ মে , বাংলাদেশ-ভারত, কার্ডিফ
Comments