ঐক্যফ্রন্টের নির্বাচিতদের কেউ সংসদে যাবে না: ড. কামাল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা কেউ সংসদে যোগ দেবেন না বলে জানিয়েছেন জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন।
ড. কামাল বলেন, “জাতীয় নির্বাচনে আমাদের বিজয়ী প্রার্থীদের কেউ সংসদে যাবেন না।” আজ বিকেলে পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
এই জোটের শরিক গণফোরামের দুজন নির্বাচিত প্রার্থী সংসদে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানানোর পর এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনকে প্রশ্নও করেছিলেন সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে জোটের অবস্থানের কথা জানালেন তিনি।
ড. কামাল বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি কালো ব্যজ ধারণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এর পর ২৪ ফেব্রুয়ারি এ নিয়ে গনশুনানি করা হবে। নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে এই কর্মসূচি পালন করা হবে বলে উল্লেখ করেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ৮টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে গণফোরামের দুজন রয়েছেন। ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।
Comments