দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি, শপথ নিচ্ছি না: মোকাব্বির খান

মোকাব্বির খান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের গণফোরামের প্রার্থী মোকাব্বির খান দলের সিদ্ধান্ত অনুযায়ী সাংসদ হিসেবে শপথ নেবেন না বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে দলের সিদ্ধান্ত সংসদে না যাওয়ার পক্ষে। সুতরাং দলের সিদ্ধান্ত অনুযায়ী আর শপথ নিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত দল ইতিবাচক সিদ্ধান্ত নেবে না ততক্ষণ তিনিও শপথ নেবেন না।

তবে এ ব্যাপারে গণফোরামের নির্বাচিত অপর প্রার্থী সুলতান মনসুরের অবস্থানের কথা জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিতদের কেউ সংসদে যোগ দেবেন না—জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন আজ এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এ ব্যাপারে মোকাব্বির খান বলেন, শপথ নেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছিলেন সেটি দলের শীর্ষ পর্যায়ের মনোভাব বুঝেই। বলেন, উনি (ড. কামাল) প্রথম দিকে নিজেও বলেছিলেন যে সংসদে যাওয়ার ব্যাপারে উনার মতামত ইতিবাচক।

তাহলে আজকের এই ঘোষণার পর কি আর সংসদে যাওয়ার কোনো সম্ভাবনা রইল না? এই প্রশ্নের জবাবে মোকাব্বির খান বলেন, এখন দলের সিদ্ধান্ত না যাওয়ার পক্ষেই কিন্তু এটাও তো স্থায়ী কিছু না। সব ক্ষেত্রে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করবেন বলে জানান তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের যে দুজন এবার জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের শপথ নেওয়ার ব্যাপারে গত কিছু দিন ধরেই চলছে জল্পনা কল্পনা। গত ২৮ জানুয়ারি মৌলভীবাজার-২ ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান জানান যে তারা শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক।

মোকাব্বির খান সেদিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “যেহেতু গণফোরামের নির্বাচিত প্রার্থীদের শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ড. কামাল হোসেনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, সেক্ষেত্রে আমার অবস্থানও ইতিবাচক। তবে, শপথ নেব কি নেব না, ড. কামাল হোসেন দেশে ফিরলে তার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেব।”

গণফোরামের এই দুই নেতার দিক থেকে এমন বক্তব্য আসার পর থেকে ঐক্যফ্রন্টের ভেতরের ঐক্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। কারণ শুরু থেকেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল, জোটের কেউ সাংসদ হিসেবে শপথ নেবে না।

বিষয়টি পরিষ্কার করে আজ ড. কামাল আজ বিকেলে পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, “জাতীয় নির্বাচনে আমাদের বিজয়ী প্রার্থীদের কেউ সংসদে যাবেন না।”

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

59m ago