নদী দখল-উচ্ছেদ নিয়ে কানামাছি খেলা বন্ধ হওয়া উচিত: হাইকোর্ট

river grabbing

নদী সুরক্ষার জন্য কানামাছি খেলা বন্ধ হওয়া উচিত বলে হাইকোর্টের (৩১ জানুয়ারি) এক পর্যবেক্ষণে জানানো হয়েছে। এ কারণ হিসেবে বলা হয়েছে, উচ্ছেদের পরও নদী তীরগুলো ফের দখলদারদের কবলে চলে যায়।

নদীর জমি উদ্ধার এবং অবৈধ দখলদারদের চূড়ান্তভাবে উচ্ছেদ করতে জাতীয় নদী রক্ষা কমিশন (এনআরপিসি) কার্যকরী পদক্ষেপ নিতে পারে বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

তুরাগ নদ রক্ষায় করা রিটের ওপর রায় ঘোষণার দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হাইকোর্ট এমন মন্তব্য করেছেন।

হাইকোর্ট বলেছেন, জাতীয় নদী রক্ষা কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনকে “ডামি” কমিশন বলে মনে হচ্ছে, কারণ- তারা অনিয়মের প্রতিবেদন প্রস্তুত এবং সুপারিশ করা ছাড়া অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

এদিন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সামনে যুক্তি-তর্ক উপস্থাপন করেন রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ।

তার যুক্তির জবাবে আদালত বলেন, এ সম্পর্কে আগামীকাল রবিবার কিছু নির্দেশনা দেওয়া হবে যাতে নদী রক্ষা ও জমি দখলকারীদের উচ্ছেদের জন্য যেকোনো ব্যক্তি আদালতে মামলা দায়ের করতে পারেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago