মোস্তাফিজকে দেখেই জেদ চেপেছিল সাইফউদ্দিনের
দুই জনই প্রায় সমবয়সী। বয়সের পার্থক্যও স্বল্প। বন্ধুত্বটাও বেশ গাড়। ঘরোয়া ক্রিকেটে এক সঙ্গে খেলেছেন। জাতীয় দলে তো তারা সতীর্থই। কাছ থেকেই দেখেছেন কতো জয়ের শেষ নায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান। তাই জেদটা মনে মনেই ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের। সুযোগ পেলে একদিন করে দেখাবেন। দেখালেনও। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক তিনিই। মূলত মোস্তাফিজকে দেখেই উদ্বুদ্ধ হয়েছেন এ তরুণ।
অথচ শেষ দিকে বোলিং করার স্মৃতি খুব একটা ভালো নয় সাইফের। আগের আসরের ঘটনাই। রাজশাহী কিংসের বিপক্ষে ডেথ ওভারে বোলিং করতে কি বেদম পিটুনিই না খেলেন ড্যারেন সামির হাতে। চারটি ছক্কা ও একটি চার দিয়ে বিব্রতকর এক রেকর্ডই গড়ে ফেলেন এ তরুণ। ৩২ রানে আসে তার ওভারে। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ খরুচে বোলিংয়ের রেকর্ড। একই বছরে দক্ষিণ আফ্রিকায় ডেভিড মিলারের হাতে এক ওভারে খেয়েছেন পাঁচ ছক্কা। যার কারণে অনেকদিন জাতীয় দলের বাইরেই ছিলেন এ তরুণ।
কিন্তু ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এদিন যেন ভিন্ন সাইফউদ্দিনই বল করলেন। এমন নয় যে ব্যাটিং প্রান্তে মাঝারী সারির কোন ব্যাটসম্যান ছিল। তার চারটি বল মোকাবেলা করেছেন ক্যারিবিয়ান দৈত্য আন্দ্রে রাসেল। ব্যাট হাতে ঝড় তুলে বহু যুদ্ধে যিনি জিতিয়েছেন দলকে। সেই রাসেলকে এদিন আটকে রাখেন তিনি। ১০ রান দিয়েছিলেন। যদিও শেষ চারটি তারা দিয়েছেন জয়ের আনন্দ নিতে গিয়ে। কারণ শেষ বলে ছক্কা ঠেকানোই ছিল তাদের মূল লক্ষ্য। অন্যথায় ১ রানের বেশি হতো না।
আর এমন বোলিংয়ের রহস্যটাও জানালেন সাইফউদ্দিন, ‘সবাই একটা পরিকল্পনা নিয়ে আগায়। আমার পরিকল্পনা ছিল ওয়াইড ইয়র্কার। তবে রাসেল পাওয়ার হিটার, সে ভালো ছয় মেরে দিয়েছে। যেহেতু ওয়াইড ইয়র্কার হয়নি তাই লাস্ট বল ১০০% ইয়র্কার করেছি। সবচেয়ে বড় কথা হল, মোস্তাফিজ একই রকম একটা ম্যাচ জিতিয়েছিল রংপুরের বিপক্ষে। আমি এগুলো অনুভব করছিলাম। মোস্তাফিজ আমার বয়সী। ও পারলে আমি কেন পারব না। এই জিনিসটা মাথায় রেখে আমি বল করে সফল হয়েছি।’
শেষ দিকে জাদু কাটার মাস্টার মোস্তাফিজের জন্য নতুন কিছু নয়। চলতি আসরেই তার বোলিং জাদুতে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় পেয়েছে রাজশাহী কিংস। চিটাগংয়ের বিপক্ষে শেষ ওভারে ১৩ রান আটকে দিয়েছেন তিনি। আর রংপুরের বিপক্ষে মাত্র ৯ রানের লক্ষ্যেই ৫ রানের জয় পেয়েছিল তারা। এদিন এমনটাই করে দেখালেন সাইফউদ্দিন। যদিও শেষ ওভারে ১৩ রান আটকে দলকে এনে দিয়েছেন মাত্র ১ রানে।
Comments