এক মাসের ব্যবধানে তিনটি এল ক্লাসিকো
রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মোকাবেলা মানেই আলাদা উত্তেজনা। পুরো ফুটবল বিশ্ব উপভোগ করে এ দুই দলের দ্বৈরথ। শুক্রবার অনুষ্ঠিত কোপা দেল রে’র ড্রয়ে সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে দলদুটি। ফলে ফেব্রুয়ারিতেই দুই দুইবার মুখোমুখি হচ্ছে তারা। আর কয়দিন পরই লা লিগার ম্যাচে লড়াই করবে দলটি।
কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগ হবে ন্যু ক্যাম্পে। তার জন্য খুব বেশিদিন অপেক্ষাও করতে হচ্ছে না ভক্তদের। বর্তমান তথ্য অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি মাঠে নামছে বিশ্বের শক্তিধর দলদুটি। এরপর চলতি মাসের ২৭ তারিখে সান্তিয়াগো বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগের লেগ।
বার্নাব্যুতেই চার দিন না পেরুতেই আবার মুখোমুখি হবে তারা। লা লিগার ম্যাচে ২ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় এল ক্লাসিকো। তবে পেছাতে পারে কোপা দেল রে’র দুই লেগের ম্যাচই। নির্ভর করছে স্প্যানিশ ব্রডকাস্টিং প্রতিষ্ঠানের ওপর।
তবে ব্যস্ত এ সূচি সমস্যায় ফেলতে পারে দুটি দলকেই। চ্যাম্পিয়ন্স লিগেও টিকে রয়েছে দুটি দল। চলতি মাসে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।
চলতি মৌসুমে অবশ্য এর মধ্যেই অনুষ্ঠিত হয়েছে একটি এল ক্লাসিকো। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মাদ্রিদকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। তবে কোপাতে সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমের ফাইনালে দেখা হয়েছিল এ দুই দলের। সেবার গ্যারেথ বেলের গোলে জয় পেয়েছিল রিয়াল। সেটাই ছিল দলটির সর্বশেষ কোপার শিরোপা জয়।
দুদিন আগে সেভিয়ার বিপক্ষে ৬-১ গোলের দারুণ এক জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। প্রথম লেগে তাদের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল কাতালানরা। আর আগের দিন জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমি নিশ্চিত করে রিয়াল। প্রথম লেগে ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
Comments