কেন্দ্রীয় চুক্তিতে এলেন ইমরুল, লিটনের উত্তরণ
নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন ব্যাটসম্যান ইমরুল কায়েস। আগের বছরের রুকি শ্রেণী থেকে ‘বি’ ক্যাটাগরিতে উত্তরণ হয়েছে ব্যাটসম্যান লিটন কুমার দাসের। রুকি শ্রেনীতে থাকা নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন এবার। সেখানে এবারও আছেন আবু হায়দার রনি, তার সঙ্গে এসেছেন নতুন আরও চারজন।
শনিবার বিসিবির কার্য নির্বাহী পর্ষদের বৈঠকে ২০১৯ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে।
আগেরবারের মতই এবারও এ+ ক্যাটাগরিতে আছেন পাঁচ সিনিয়র ক্রিকেটার- মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ।
রুকি শ্রেণীতে এবার নতুন করে নেওয়া হয়েছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, অফ স্পিনার নাঈম হাসান আর দুই পেসার আবু জায়েদ রাহি ও সৈয়দ খালেদ আহমেদ।
চুক্তিভুক্ত খেলোয়াড়দের নাম দেওয়া হলেও এই বছরে তাদের বেতন-ভাতা বাড়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত জানায়নি বিসিবি।
২০১৯ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ১৭ ক্রিকেটার
এ+ ক্যাটাগরি:
মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ক্যাটাগরি
ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন
বি ক্যাটাগরি
মুমিনুল হক, লিটন দাস , মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম
রুকি
আবু হায়দার, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।
Comments