‘সঠিক জায়গায় বল করি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেই’
ক্যারিয়ারের শুরু থেকেই নানা ইনজুরিতে আগেই হারিয়েছেন নিজের স্বাভাবিক গতি। আর বয়সটাও ৩৫ পেরিয়েছে। কিন্তু তারপরও বুড়ো হাড়ে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও এদিন দুর্দান্ত বোলিং করার জানালেন এমন পারফর্ম করার রহস্য।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন মাশরাফি। ১২ ম্যাচে এখন পর্যন্ত ১৯ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ শিকারি। তবে চলতি আসর নয়, গত কয়েক বছর ধরেই বাংলাদেশের সেরা পারফর্মার অধিনায়ক। নিয়মিত সঠিক জায়গায় বল করতে পারেন বলেই সাফল্য আসছে বলে মনে করেন মাশরাফি। তবে সৃষ্টিকর্তার আশীর্বাদটা পাচ্ছেন বলে মনে করেন তিন ই।
‘আমি সব সময় চেষ্টা করি একটা লেংথে বোলিং করার। বেশিরভাগ সময়ই উপর আল্লাহর উপর ছেড়ে দেই, যা হবার হবে। লক্ষ্য থাকে বলটা জায়গায় ফেলার। একজন বোলারের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধারাবাহিক ভাবে ছয়টি বল একটি জায়গায় করতে চাওয়া এবং সেটা পারা। করতে পারাটা গুরুত্বপূর্ণ, কিন্তু বাকিটা আপনার হাতে নেই।’ – নিজের বোলিং নিয়ে এমনটাই বললেন অধিনায়ক।
তবে ভাগ্যকেও বেশ গুরুত্ব দেন মাশরাফি, বর্তমানে ভালো সময় যাচ্ছে বলেই পারফর্ম করতে পারছেন মনে করেন তিনি, ‘আমার বোলিং চলছে আলহামদুলিল্লাহ। সবসময় যেটা করার চেষ্টা থাকে সেটাই করছি। ভালো জায়গায় বল করাই আসল। বাকিটা ভাগ্য। আমি পারফর্ম করলে বলে আমি করেছি, আসলে আমি সেটা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় পুরাটা নির্ভর করে ভাগ্যের ওপর। ভাগ্য ভালো যাচ্ছে এখন।’
মূলত সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পারছেন বলেই সাফল্য পাচ্ছেন বলে জানালেন মাশরাফি। আর এর জন্য প্রয়োজনীয় অনুশীলনটাও করছেন। অনুশীলনে সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল না পড়া পর্যন্ত বোলিং করা চালিয়ে যান বলেই জানান তিনি, ‘অনুশীলনে ওভাবেই করি। ৫টা বল এক জায়গায় পড়ছে কিনা সে পর্যন্ত অনুশীলন করি। যদি না পড়ে তাহলে আর করি না।’
মাশরাফির দারুণ নৈপুণ্যে তার দলও খেলছে দারুণ। চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে রংপুর। তাই প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছে তারা। ফলে সে ম্যাচে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার আরও একটি সুযোগ পাচ্ছে দলটি।
Comments