বিহারে দিল্লিগামী ট্রেন লাইনচ্যুত, নিহত ৭
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় দিল্লিগামী একটি ট্রেন লাইনচ্যুত হলে ১১টি বগি উল্টে যায়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
অনেক যাত্রী বগির ভেতর আটকে রয়েছেন উল্লেখ করে দেশটির রেল কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইস্ট সেন্ট্রাল রেলওয়ের (ইসিআর) মহাব্যবস্থাপক এলসি ত্রিবেদী ভারতীয় গণমাধ্যমকে বলেন, আজ (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৩টা থেকে ৪টার মধ্যে বিহারের বৈশালী জেলার শাদাই বুজুর্গ রেল স্টেশনের কাছে দিল্লিগামী যোগবাণী-আনন্দ বিহার সীমাঞ্চল এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়।
ইসিআর-এর মুখপাত্র রাজেশ কুমার বলেন যে বগিগুলো যখন লাইনচ্যুত হয় তখন রেলগাড়িটি পূর্ণ গতিতে চলছিলো।
পুলিশ জানায়, দুর্ঘটনাটি স্থানীয় লোকজনরাই প্রথম টের পান। তারা তখন নিজেরাই উদ্ধারকাজ শুরু করেন। এরপর পুলিশ এবং এনডিআরএফ-এর সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।
Comments