সেই দুটি জয়েই আত্মবিশ্বাসী চিটাগং
চলতি আসরে বেশ শক্তিশালী দলই গড়েছে ঢাকা ডায়নামাইটস। অপরদিকে তরুণ ও অভিজ্ঞদের মিলিয়ে মাঝারী সারির দল চিটাগং ভাইকিংসের। সেই দল নিয়েই ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে দুটি লড়াইয়ে জয় পেল বন্দর নগরীর দলটিই। আর সেই দুটি জয়েই এলিমিনেটর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের।
নকআউট পর্বের লড়াইয়ের আগে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে দুই দলই। অনুশীলনের ফাঁকেই নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন চিটাগংয়ের পেসার সৈয়দ খালেদ আহমেদ, 'ঢাকা অনেক বড় দল। তবে বড় দল হলে সমস্যা নেই। গত দুই ম্যাচে আমরা তাদের পরাজিত করেছি। এই ম্যাচেও ইনশাল্লাহ ভালো খেলবো। ভালো ক্রিকেট খেলেই ইনশাল্লাহ আমরা জিতবো।'
এ দুই দলের দুটি লড়াই-ই অবশ্য বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। মিরপুরে প্রথম লড়াইয়ে ১৪০ রানের লক্ষ্য দিয়ে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় চিটাগং। আর সে জয়ের মূল নায়ক ছিলেন প্রোটিয়া অলরাউন্ডার রবি ফ্র্যাইলিঙ্ক। এরপর চট্টগ্রামে ফিরতি ম্যাচে ক্যামেরুন ডেলপোর্টের ব্যাটে ঢাকাকে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১৬৩ রান করতে পেরেছিল সাকিবের দল।
দুটি জয়ের আত্মবিশ্বাস থাকলেও বাস্তবতা জানেন খালেদ। ঢাকার শিবিরে কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো বিধ্বংসী খেলোয়াড় রয়েছেন। নিজেদের দিনে তাদের যে কেউ একাই পারেন প্রতিপক্ষকে ধসিয়ে দিতে। পার্থক্যটা টের পেলেও জয়ের ব্যাপারে আশাবাদী এ তরুণ, 'আসলে আমাদের দলে তেমন বিগ হিটার নেই, কিন্তু ওদের দলে আছে। পার্থক্যটা এখানেই। ইনশাল্লাহ শেষ দুই ম্যাচ যেভাবে খেলেছি আমরা চাইবো যে এর থেকে আরও ভালো ক্রিকেট খেলে ম্যাচটি জিততে।'
চলতি আসরে চিটাগংয়ের মূল শক্তির জায়গা স্থানীয় খেলোয়াড়। দারুণ ছন্দে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। কম যাচ্ছেন না ইয়াসির আলী রাব্বিও। এছাড়া অফস্পিনার নাঈম হাসান দারুণ বল করছেন। খালেদও হতাশ করছেন না। এবারও স্থানীয়দের কাছ থেকে এমন কিছুই আশা করছেন খালেদ, 'শুরু থেকে স্থানীয় ক্রিকেটারের পারফরম্যান্সেই এতদূর এসেছি আমরা। অবশ্যই চাইবো এই ম্যাচে আমরা স্থানীয় ক্রিকেটারা বেশি ডমিনেট করে খেলতে। সাথে আমাদের যে বিদেশি ক্রিকেটাররা রয়েছে ওরাও বদ্ধপরিকর যে ভালো কিছু দিতে হবে।'
সোমবার দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চিটাগং ও ঢাকা। তবে এর আগে বড় দুঃসংবাদই শুনেছে চিটাগং। ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ফ্র্যাইলিঙ্ক। যদিও দুইজনকেই পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
Comments