ভেনেজুয়েলায় সেনা পাঠানো একটি বিকল্প পদক্ষেপ হতে পারে: ট্রাম্প
পদত্যাগের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর দেশে-বিদেশের চাপ ক্রমে বাড়তে থাকায়, দেশটিতে সামরিক হস্তক্ষেপের বিষয়টি যুক্তরাষ্ট্রের সামনে একটি বিকল্প পদক্ষেপ হিসেবে বিবেচনায় রয়েছে বলে পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল (৩ ফেব্রুয়ারি) সিবিএসে সম্প্রচারিত ‘ফেস দ্য নেশন’ সাক্ষাৎকারে ট্রাম্পকে সঙ্কটগ্রস্ত দেশটিতে সেনা অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের অভিপ্রায় রয়েছে কী না, প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প।
তবে ট্রাম্প বলেন, “কিন্তু মাঝে-মধ্যে এটি এমন কিছু-- যা একটি বিকল্প”
ট্রাম্প জানান, মাস কয়েক আগে মাদুরো একটি বৈঠকের ব্যাপারে তাকে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তিনি তা নাকচ করে দিয়েছেন।
এ সম্পর্কে ট্রাম্প বলেন, “আমি প্রস্তাবটি নাকচ করেছি এই কারণে যে, আমরা প্রক্রিয়াটি থেকে অনেক দূরে রয়েছি। আমি মনে করি, প্রক্রিয়াটি এখন বড় ধরণের বিক্ষোভের মাধ্যমে চলছে।”
ইতিমধ্যে গত ২৩ জানুয়ারি ভেনেজুয়েলায় বিরোধী নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও, দেশটি মাদুরোকে পদচ্যুত করতে আন্তর্জাতিক প্রচারণাও অব্যাহত রেখেছে।
এদিকে, ইউরোপের প্রভাবশালী চার দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং স্পেন বলছে, গতকাল মধ্যরাতে মাদুরো দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব না দিলে তার প্রতিদ্বন্দ্বী গুয়াইদোকেই সমর্থন দেওয়া হতো।
Comments