২০ বছরে ৫ হাজার কোটি টাকা টোল আদায় বঙ্গবন্ধু সেতু থেকে

উদ্বোধনের পর গত ২০ বছরে বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা টোল আদায় হয়েছে। রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সড়ক ও রেলপথে সরাসরি যোগাযোগের একমাত্র এই সেতুর নির্মাণ খরচের চেয়েও বেশি টাকা ইতিমধ্যে উঠে এসেছে।

উদ্বোধনের পর গত ২০ বছরে বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা টোল আদায় হয়েছে। রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সড়ক ও রেলপথে সরাসরি যোগাযোগের একমাত্র এই সেতুর নির্মাণ খরচের চেয়েও বেশি টাকা ইতিমধ্যে উঠে এসেছে।

আজ জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।

ওবায়দুল কাদের জানান, ১৯৯৮ সালে উদ্বোধন হওয়া বঙ্গবন্ধু সেতু নির্মাণে খরচ হয়েছিল ৩,৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। আর ২০১৮ সালে এই সেতুর বয়স যখন ২০ বছর পূর্ণ হয়েছে তখন এ থেকে আদায় করা টোল টাকার অঙ্কে ছিল ৪,৯৮৮ কোটি ৩৭ লাখ।

সংসদে তিনি বলেন, এই সেতু নির্মাণে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যে ঋণ নেওয়া হয়েছিল, টোলের টাকা থেকে তা পরিশোধ করা হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে এই ঋণের টাকা শোধ হয়ে যাবে। এর বাইরে সেতুর রক্ষণাবেক্ষণেও টোলের টাকা ব্যবহার করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

22m ago