কার কাছে কে অন্যরকম?

কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া নতুন গান ‘আমার কাছে তুমি অন্যরকম’-এ মডেল হিসেবে রয়েছেন সাফা কবির। ভালোবাসা দিবস উপলক্ষে গানটি আজ (৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে।
Imran and Safa Kabir
কণ্ঠশিল্পী ইমরান এবং মডেল সাফা কবির। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া নতুন গান ‘আমার কাছে তুমি অন্যরকম’-এ মডেল হিসেবে রয়েছেন সাফা কবির। ভালোবাসা দিবস উপলক্ষে গানটি আজ (৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে।

এর আগে ইমরানের গাওয়া ‘এমন একটা তুমি চাই’ গানেরও মডেল ছিলেন সাফা কবির। ইউটিউবে গানটির ভিউ হয় ২ কোটি ২০ লাখেরও বেশি।

‘আমার কাছে তুমি অন্যরকম’ গানটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন এবং সুর করেছেন নাজির মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এবার ভালোবাসা দিবসে আমার একটি মাত্র গান প্রকাশিত হলো। সবসময়ই গানের মানের বিষয়ে সচেতন থাকি। গানটি নিয়ে পুরো টিমের সঙ্গে পরিকল্পনা করেছি। আশা করছি, ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।”

Comments

The Daily Star  | English

Govt forms committee to monitor harassment cases against journos

The government today formed an eight-member committee, led by an additional secretary, to monitor harassment cases against journalists

13m ago