এল ক্লাসিকোতে কেমন হতে পারে রিয়ালের একাদশ

ফাইল ছবি: এএফপি

কোপা দেল রে’র সুবাদে এক মাসের ব্যবধানে তিনটি তিনটি এল ক্লাসিকো দেখতে পাবে ফুটবলপ্রেমীরা। যার প্রথমটায় আগামীকাল বুধবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের আগে একাদশ নিয়ে চলছে নানা আলোচনা। গ্যারেথ বেল ও আসেনসিওর গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন ইনজুরিতে।

এক নজরে দেখে নেওয়া যাক কারা থাকছেন সান্তিয়াগো সোলারির একাদশে

গোলরক্ষক

থিবো কর্তুয়াকে দলে টানার পর শুরুতে ইউরোপিয়ান সুপার কাপে খেলার সুযোগ পেয়েছিলেন কেইলর নাভাস। এরপর কোপা দেল রে ছাড়া ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না এ গোলরক্ষক। তবে মৌসুমের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সুযোগ মিলছে তার। বার্সেলোনার বিপক্ষে গোলবার সামলানোর দায়িত্ব থাকছে তার কাঁধেই।

রক্ষণভাগ

নিষেধাজ্ঞার কারণে আলাভেসের বিপক্ষে খেলতে পারেননি দানি কারবাহাল ও রাফায়েল ভারানে। বার্সেলোনার বিপক্ষে তাদের মাঠে দেখার সম্ভাবনা প্রবল। এছাড়াও সের্জিও রেগুইলনের জায়গায় ফিরতে পারেন মার্সেলো। আর অধিনায়ক সের্জিও রামোস তো থাকছেনই।

মধ্যমাঠ

লুকা মদ্রিচের সঙ্গে বার্সেলোনার বিপক্ষে ফিরতে পারেন টনি ক্রুস। আর কাসেমিরো ও মার্কোস লোরেন্তের মধ্যে একজনকে বেছে নিবেন সোলারি। সম্ভাবনাও অবশ্য এগিয়ে কাসেমিরোই।

আক্রমণভাগ

আলাভেসের বিপক্ষে লুকাস ভাসকুয়েসের না খেলাই ইঙ্গিত দেয় বার্সার বিপক্ষে থাকছেন এ উইঙ্গার। দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজামের অপর সঙ্গী হিসেবে এগিয়ে ভিনিসিয়াস জুনিয়রই। আগের ম্যাচে দারুণ খেলেছেন এ ব্রাজিলিয়ান।

ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এ ম্যাচেও সাইডলাইনে থাকতে হচ্ছে আসেনসিও ও গ্যারেথ বেল।

সম্ভাব্য একাদশ: কেইলর নাভাস, দানি কারবাহাল, রাফায়েল ভারানে, সের্জিও রামোস, মার্সেলো, কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, লুকাস ভাসকুয়েস, করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র।

Comments

The Daily Star  | English

Israeli military says it killed Iran's wartime chief of staff

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

3h ago