স্কোয়াডে আছেন মেসি তবে কাটেনি শঙ্কা
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে বেশ বড়সড় ধাক্কাই খেয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। পয়েন্ট তো খুইয়েছে বটেই, সঙ্গে যোগ হয়েছে দলের সেরা তারকা লিওনেল মেসির চোট। ডান ঊরুর চোটে এল ক্লাসিকোতে তাকে পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা। তবে এরনেস্তো ভালভার্দের স্কোয়াডে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু তারপরও শেষ পর্যন্ত একাদশে থাকবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না।
সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মেসি। তবে সে সময় সিউতাত এসপোর্তিভায় শারীরিক পরীক্ষা করাতে গিয়েছিলেন এ আর্জেন্টাইন। আর তখন ঠিকভাবে হাঁটতে পারছিলেন না সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। আর দলের অনুশীলন শেষে ভালভার্দের কথাতেও থেকে গেল শঙ্কা, ‘যদি লিও (মেসি) খেলার জন্য প্রস্তুত থাকে তাহলে সে খেলবে। যদি সে না থাকে তাহলে খেলবে না।’
বুধবার রাতে কোপ দেল রে’র সেমি ফাইনাল ম্যাচে শুরুতে মেসি একাদশে না থাকলেও বদলি হিসেবে মাঠে থাকছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে। তবে মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে মেসির না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য। যদিও চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মেসিকে ছাড়াই রিয়ালকে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। তবে নতুন কোচ সান্তিয়াগো সোলানি অনেকটাই গুছিয়ে নিয়েছেন দলকে।
গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটের ঘটনা। ম্যাচ তখন ২-২ গোলে সমতায়। সে সময় ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার টনি লাতোর সঙ্গে ট্যাকলে ডান ঊরুতে আঘাত পান মেসি। এরপর সাইড লাইনে মিনিটে পাঁচেক ধরে শুশ্রূষা নিয়ে আবার খেলতে নামেন। খেলেছেনও পুরো ম্যাচ। কিন্তু আগের মতো আর দৌড়াননি। বাকী সময় নিষ্প্রভই ছিলেন এ তারকা।
এল ক্লাসিকোর বার্সা স্কোয়াড:
মার্ক টের স্টেগান, ইনাকি পিনা, নেলসন সেমেদো, জেরার্দ পিকে, ক্লেমো লিংলে, জেইসন মরিলো, জর্দি আলবা, সের্জি রবের্তো, থমাস ভারমালেন, ইভান রাকিতিচ, সের্জিও বুসকেতস, ফিলিপ কৌতিনহো, আর্থুর মেলো, কার্লেস এলেনা, আর্তুরো ভিদাল, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, ম্যালকম ও কেভিন প্রিন্স বোয়েটাং।
Comments