বিশ্ব ক্রিকেটে কোথায় আছি প্রমাণের মঞ্চ নিউজিল্যান্ড: রোডস
২০০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত চারবার নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে , টি-টোয়েন্টি তো দূরে থাক, সেখানে কোন একটি প্রস্তুতি ম্যাচেও জেতার রেকর্ড নেই বাংলাদেশের। ওয়ানডে ক্রিকেটে বেশ শক্ত অবস্থায় থেকে আরেকটি নিউজিল্যান্ড সফরের আগেও কঠিন পরীক্ষা দেখছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। তার মতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়, এটা এবার দেখা যাবে নিউজিল্যান্ডের পারফরম্যান্সে।
চার দফায় নিউজিল্যান্ডের বিপক্ষে মোট সাতটি টেস্ট খেলেছে বাংলাদেশ। হার সবগুলোতেই। সর্বশেষ সফরের ফল বাদ দিলে লড়াই হয়নি কোনটিতেই।
নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশ ওয়ানডে খেলেছে মোট ১১টি। ৯টি দ্বিপাক্ষিক সিরিজে। সব ম্যাচেই যথারীতি হার। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মাঠে খেলেছিল দুই ম্যাচ। স্বাগতিকদের সঙ্গে সেবারও পেরে উঠেনি মাশরাফি মর্তুজার দল। তবে ওই বিশ্বকাপেই স্কটল্যান্ডের বিপক্ষে নেলসনে জিতেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের একমাত্র জয় হয়ে আছে এটি। ওখানে স্বাগতিকদের বিপক্ষে দুই দফায় চারটি টি-টোয়েন্টিও খেলেছে বাংলাদেশ। লড়াই করতে পারেনি কোনটিতেই।
নিউজিল্যান্ডের মাঠে এত সব তেতো স্মৃতি কথা খুব ভালো জানা আছে রোডসেরও। বাস্তবতা মাথায় নিয়েও রোডস তবু আশা দেখছেন এবার ভিন্ন কিছু করার, বুধবার দুপুরে নিউজিল্যান্ড যাওয়ার আগে বলে গেলেন তেমনটিই, ‘হ্যাঁ, এটা (এই সিরিজের ফল)আসলে দেখাবে যে বিশ্ব ক্রিকেটে আমরা কোন জায়গায় আছি। আমাদের লক্ষ্য বিশ্বকাপ। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টটা অবশ্য বিশ্বকাপের বেশি কাছের। ওটা হবে বিশ্বকাপ প্রস্তুতির একদম চূড়ান্ত ধাপ।’
‘আশা করছি কিছু খেলা জিততে পারব। যদি জিততে পারে সেটা হবে দারুণ। আগের বারের ওখানের অভিজ্ঞতা থেকে জানি জেতাটা কত কঠিন হবে। কিন্তু খেলোয়াড়দের নিয়ে আমি খুশি। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে খুশি। ওয়ানডেতে ভালো করতে পারলে এটা গর্ব করার মতো ব্যাপার হবে। কাজেই ওয়ানডেতে সেরাটা দিতে চাইব।’
ওয়ানডেতে সম্ভাবনা বেশি, জান প্রাণ দিয়ে লড়ে ফল আদায় করার পণটাও সেখানে তাই থাকবে বেশি। নিউজিল্যান্ডের মাঠে যেখানে পেসারদের স্যুয়িং আর বাউন্সে নাকাল হতে হয় ব্যাটসম্যানদের সেখানে লাল বলে আরও কঠিন পরীক্ষা দেখছেন রোডস, ‘টেস্ট আরও অনেক কঠিন হবে। দেশের বাইরে খেলার জন্য আমরা আগের চেয়ে ভালো অবস্থায় আছি যদিও। আশা করছি টেস্টেও কিছু ইতিবাচক ফল আনতে পারব।’
Comments