ফেসবুক মেসেঞ্জারে মেসেজ ‘ডিলিট’ করা যাবে
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এনেছে এক নতুন অপশন। এখন থেকে কোনো ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী কোনো মেসেজ পাঠানোর পর তা ১০ মিনিটের মধ্যে সরিয়ে ফেলতে পারবেন।
ফেসবুকের বরাত দিয়ে এএফপি রিল্যাক্স নিউজ আজ (৭ জানুয়ারি) জানায়, কারো সঙ্গে মেসেজ আদান-প্রদান করার সময় কোনো মেসেজ সরিয়ে নিতে চাইলে তা করা যাবে। তবে সেটি যে সরিয়ে নেওয়া হয়েছে সে সম্পর্কে একটি বার্তাও দেওয়া হবে ব্যবহারকারীদের।
ফেসবুকের পক্ষ থেকে মজা করে বলা হয়, “আপনি কি কখনো ভুল করে কাউকে কোনো মেসেজ দিয়েছেন? অথবা ভুল কিছু লিখেছেন? অথবা চ্যাটবক্সে যা লিখেছেন তা ফিরিয়ে নিতে চান?”
এতে আরও বলা হয়, “এখন থেকে (মেসেজ সরিয়ে নেওয়ার) কাজটি এখন সবাই করতে পারবেন। আমরা একটি ফিচার চালু করছি যার মাধ্যমে মেসেঞ্জারে পাঠানো আপনার মেসেজটি রিমুভ করতে পারবেন।”
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ফেসবুক ‘রিমুভ ফর এভরিওয়ান’ অপশনটি চালু করেছে।
Comments