বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে: নরেন্দ্র মোদি

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Narendra Modi and AK Abdul Momen
৭ ফেব্রুয়ারি ২০১৯, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (ডানে) সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ছবি: পিআইবি, ভারত

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের নতুন দিল্লি সংবাদদাতা জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন লোক কল্যাণ মার্গে দেখা করলে মোদি এই মন্তব্য করেন।

ভারতকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নেওয়ায় মোদি তাকে শুভেচ্ছা জানান বলে মোদির কার্যালয় থকে পাঠানো এক বার্তায় বলা হয়।

এতে আরও বলা হয়, সফররত পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন করে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের ফলে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও ভারতের প্রতিশ্রুতি মোদি পুনর্ব্যক্ত করেছেন এমনটি উল্লেখ করা হয় বার্তাটিতে।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago