নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বেশি আশা দিচ্ছেন না মাশরাফি

Mashrafee Mortaza
ছবি: বিসিবি

নিউজিল্যান্ডে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজের কোন ম্যাচ কখনই জিততে পারেনি বাংলাদেশ। কন্ডিশন বিরূপ, মানিয়ে নিতেই লাগে সময়। অথচ এবার বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএলের মাঠ থেকে সোজা উড়ে গিয়েই খেলতে নামছেন সেই কন্ডিশনে। প্রস্তুতির ঘাটতি তাই থাকছে, আর সেকারণে কাউকে বেশি আশা দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। তার আগে ১০ ফেব্রুয়ারি আছে একটি প্রস্তুতি ম্যাচ। সিরিজ খেলতে ওয়ানডে স্কোয়াডের আটজন মঙ্গলবার উড়াল দিয়েছেন সে দেশে। তবে বিপিএল শেষ না হওয়ায় বাকিরা এখনো যেতে পারেননি। ৯ তারিখ রওয়ানা হয়ে তারা পৌঁছবেন ১০ তারিখ রাতে। ততক্ষণে প্রস্তুতি ম্যাচ শেষ।

অর্থাৎ প্রস্তুতি ম্যাচে একাদশ গড়ার মতো খেলোয়াড়ও পাচ্ছে না বাংলাদেশ। এমন অবস্থায় প্রত্যাশার মাত্রা বাড়ানো কঠিনই বটে। অধিনায়কের কণ্ঠের থাকল সেই আক্ষেপ, ‘নিউজিল্যান্ডে তাই ঠিকঠাক প্রস্তুতিটা নেওয়া যাচ্ছে না আসলে। কিছুই করার নেই। যেহেতু ১০ তারিখ রাতে গিয়ে আমরা পৌঁছব। চেষ্টা করব দুইদিনে যতটা মানিয়ে নেওয়া যায়। যদিও এটা একদমই আদর্শ না। বাংলাদেশে না হয় একটা কথা ছিল।’

তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের একাদশ দাঁড় করাতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাহায্য চেয়েছেন মাশরাফি, ‘আমাদের আসলে টিকেট যাদের যাদের পাওয়া যাচ্ছে, বাংলাদেশ বিমান বা যেভাবে হোক তাদের চলে যেতে হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যতজন আগে যাওয়া যায়। ১৫ জনের স্কোয়াডে ৪-৫ জন হয়ত ফাইনাল খেলবে। ওখান থেকে কাউকে নিয়ে অন্তত খেলা যায় কিনা। আমাদের কিছু সাহায্য নেওয়া যায় কিনা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে। যারা আছে তারা যেন অনুশীলন ম্যাচটা ঠিকমতো খেলতে পারে।’

জানা গেছে বৃহস্পতিবার উড়ে যাচ্ছেন ওয়ানডে স্কোয়াডের পেসার শফিউল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। এদিন টেস্ট দলের দুই সদস্য সাদমান ইসলাম ও মুমিনুল হককেও আগেভাগে পাঠানোর চেষ্টা করছে বিসিবি।

এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে প্রত্যাশার পারদ চড়াতে নিরুৎসাহিত করলেন বাংলাদেশ অধিনায়ক, ‘বেশি আশা কাউকে দিব না। আমি ইতিবাচক অবশ্যই। তবে পুরো আত্মবিশ্বাস নিয়ে খেলব।’

গেল বছর অনেক প্রস্তুতি নিয়েও বাংলাদেশ কোন ম্যাচ জিততে পারেনি। তবে একটা ওয়ানডেতে তৈরি করেছিল জেতার পরিস্থিতি। এবার তা থেকেই সাহস খুঁজছেন অধিনায়ক, ‘সম্ভাবনা তো আছেই। গেল বছর ওদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রায় হারিয়ে দিয়েছিলাম, বোধহয় ২৫১ রানে আটকে দিয়ে সাব্বির আর ইমরুল ১০০ রানের একটা জুটি করেছিল। তারপর ইনিংস ধসে পড়ে। খুব ভালো সুযোগ পেয়ে হাতছাড়া করেছি। আশা করি এই ধরনের সুযোগ যদি পাই যেন মিস না করি। কঠিন অনেক কঠিন।’

সেবার প্রস্তুতি নিয়ে গিয়ে পারেননি। এবার প্রস্তুতি ম্যাচের আগে একাদশ গড়া নিয়ে যেখানে সংকট সেবার বহর ছিল অনেক বড়সড়ো। তবু ফল আসেনি নিজেদের পক্ষে, ‘প্রস্তুতি নিয়ে যেয়ে পারিনি, সেবার ৩০ জন খেলোয়াড় গিয়েছিলাম ওখানে। এবার প্রস্তুতি ছাড়া যদি পারি তবে পরেরবার থেকে প্রস্তুতি ছাড়া যাওয়াই ভালো (হাসি)।’

সিরিজের ফল হয়ত পক্ষে নাও আসতে পারে। তবে বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজ যে ভীষণ গুরুত্বপূর্ণ ভেল্যু যুক্ত করতে না নিয়ে নিঃসংশয় বাংলাদেশ কাপ্তান, ‘তবে বিশ্বকাপের জন্য এটা খুব ভালো প্রস্তুতি। এই কন্ডিশন খুব আদর্শ অবশ্যই। বিশ্বকাপের জন্য একটা বেস তৈরি করতে হবে। এখন যেহেতু বিপিএল ছিল কিছু করার নেই। সবাইকে মানিয়ে নিতে হবে। খারাপ হলে সবাই খারাপ বলবে, ভালো হলে ভালো। ’

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

1h ago