ফাইনালে পার্থক্য গড়বে অলরাউন্ডাররাই
সাকিব আল হাসান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। ঢাকা ডায়নামাইটস শিবিরের চার চার অলরাউন্ডার। প্রায় প্রতি ম্যাচেই এ চার জনের কেউ না কেউ জ্বলে উঠছেন। জয়ের মূলনায়কও হচ্ছেন। ঠিক তেমনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্ষেত্রেও। মোহাম্মদ সাইফউদ্দিন, থিসারা পেরেরা ও শহীদ আফ্রিদির মতো অলরাউন্ডাররা দলের জয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন। তাই ফাইনাল ম্যাচেও অলরাউন্ডাররাই শিরোপা জয়ে মূল ভূমিকা রাখবেন বলে মনে করেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
শুক্রবার সন্ধ্যায় বিপিএলের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ও কুমিল্লা। ফাইনালের আগে মূল আলোচনার বিষয়ই দুই দলের অলরাউন্ডার। ইমরুলও ভাবছেন তাই, ‘অলরাউন্ডার যখন দলে বেশি থাকবে তখন শক্তিও অনেক বেশি থাকবে। কারণ আপনি অলরাউন্ডারদেরকে বেশি ব্যবহার করতে পারবেন। অপশনটি অনেক বেশি হয়ে যাবে। সাইফউদ্দিন, আফ্রিদি, পেরেরা তিন জন অলরাউন্ডার আছে কুমিল্লাতে। সাইফউদ্দিন শুরু থেকেই ভালো পারফর্ম করছে। আমার কাছে মনে হয় অলরাউন্ডারদের পারফরম্যান্সটি অনেক গুরুত্বপূর্ণ।’
তবে খাতা কলমের হিসেবে শক্তি বিচারে ঢাকার অলরাউন্ডারই এগিয়ে। কিন্তু তাত্ত্বিক এ ব্যাপারকে পাত্তাই দিচ্ছেন না ইমরুল। তার কারণটাও বলেছেন অধিনায়ক, ‘আমরা তাদের বিপক্ষে দুইটি ম্যাচ খেলেছি। আর এই দুই ম্যাচে কিন্তু চারটি অলরাউন্ডারই খেলিয়েছিল তারা। আমাদের কাছে সে দুই ম্যাচেই হেরেছে তারা। সুতরাং আমরা অতিরিক্ত কোনও পরিকল্পনা বা চিন্তা করছি না। মাঠে গেলে পরিস্থিতি কি হয়, সেই পরিস্থিতিই বলে দেয় যে মানুষ কিভাবে ফেস করতে হবে বা হ্যান্ডেল করতে হবে।’
নিজেদের শক্তির উপর ভরসা রেখেই ফাইনাল জয়ের প্রত্যয় ঝরে ইমরুলের কণ্ঠে, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। শহীদ আফ্রিদি আছে সে জানে, অনেক ক্রিকেট খেলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আপনারা জানেন যে সে প্রথম থেকেই ভালো বোলিং করে আসছে। আমি আশা করি সে কালকেও তেমন একটি ভালো পারফরম্যান্স উপহার দিবে। আমরা আমাদের শক্তি অনুযায়ী ঠিকমতো বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ একটি ফলাফল আসার সম্ভাবনা আছে।’
Comments