সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী

Shwshama And Momen
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে করমর্দন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকের আগে আজ (৮ ফেব্রুয়ারি) নয়াদিল্লীর জওহর ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আমাদের নয়াদিল্লী সংবাদদাতা জানান, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়। এরপর তারা দু’দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেসিসি বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক টুইটবার্তায় বলেন, “এটি হচ্ছে আস্থা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠিত সময়োত্তীর্ণ সু-প্রতিবেশীসুলভ সম্পর্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও আমাদের এই বন্ধন অটুট ছিলো।”

জেসিসি বৈঠকের পর দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা চুক্তি সই করে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত করেন।

Comments

The Daily Star  | English

At least 30 killed as Air India plane with 242 on board crashes near Ahmedabad

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

3h ago