‘একজন বাংলাদেশি জিতিয়েছে, এটিই আমার সেরা অর্জন’
গতবার বিপিএলের ফাইনালে এমনই এক বিস্ফোরক ইনিংস খেলে রংপুর রাইডার্সকে জিতিয়েছিলেন ক্রিস গেইল। সেবার তাকে নিয়ে কত মাতামাতি। এবারও ফাইনালে আসর মাত করার মতো বিদেশীদের ছড়াছড়ি ছিল দুই দলেই। তার মধ্য থেকে সব আলো নিজের দিকে নিয়েছেন তামিম ইকবাল। কেবল নিজের জন্য নয় একজন বাংলাদেশি আসর মাত করায় বেশি তৃপ্ত শুক্রবার রাতে ব্যাটে তুফান তুলা তামিম।
এর আগের আসরে সর্বোচ্চ পাঁচ বিদেশী খেলার নিয়ম ছিল, সমালোচনা ছিল তা নিয়ে। এবার আগের মতো তা কমিয়ে করা হয় চারজনে। তবু পুরো বিপিএল জুড়েই দাপট ছিল বিদেশীদের। বিশেষ করে ব্যাটিংয়ে এগিয়ে ছিলেন তারাই। বাংলাদেশের উইকেটে বিদেশীরা ভালো করায় আক্ষেপ বাড়ছিল দেশি ব্যাটসম্যানদের নিয়ে।
এসব কথা কানে গিয়েছে তামিমও। ফাইনাল মঞ্চ নিজের করে নিয়ে সমস্ত দেশি ব্যাটসম্যানদের হয়ে যেন খেললেন তামিম। ম্যাচ জিতে আসার পর অন্তত তার কথায় পাওয়া গেল এই সুর, ‘আজকের ইনিংসের সবচেয়ে ভালো ব্যাপার যেটি ছিল, আপনারা নরম্যালি দেখেন, বড় ম্যাচে সবসময় বিদেশি ক্রিকেটাররাই ভালো খেলে, পারফর্ম করে। সেমিফাইনাল-ফাইনালে তারাই ম্যাচ জেতায়। আজকে একজন বাংলাদেশি জিতিয়েছে, এটিই আমার সেরা অর্জন আজকে। কত রান করেছি, কত কিছু করেছি, এসব ব্যাপার না। কিন্তু বাংলাদেশের একজন ক্রিকেটার আজ ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। এর চেয়ে বড় কিছু আমার কাছে আর হতে পারে না।’
বিপিএলে এই নিয়ে কোন দেশি ক্রিকেটারের চতুর্থ সেঞ্চুরি। এবারের আসরে প্রথম। সেঞ্চুরি তো বটেই খেলার ধরনে যে দাপট ছিল তা বেশিরভাগ সময় দেশি ব্যাটসম্যানদের কাছে আশা করা হয় না। তামিম মনে করেন তরুণরা এই ইনিংস থেকেই পাবে বার্তা, ‘আশা করি, আমার ইনিংস দেখে অন্য আরও অনেকে, জুনিয়র যারা আমার সঙ্গে খেলে, ওরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেবে যে বিদেশিদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না, নিজেরাই করতে পারি। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
Comments