৮৭ উপজেলা পরিষদের নির্বাচনে আ. লীগের প্রার্থী ঘোষণা
প্রথম দফায় দেশের ৮৭টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ওবায়দুল কাদের বলেন, “গতকাল দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় মনোনীতদের নাম চূড়ান্ত করা হয়।”
দলীয় মনোনীতদের নাম ঘোষণার পর, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ নিজ এলাকায় গিয়ে চেয়ারম্যানদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলেও ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
এবার ৪৮১টি উপজেলায় মোট পাঁচ ধাপে নির্বাচন হবে। প্রথম ধাপের নির্বাচনে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী ১০ মার্চ। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ করা হবে আগামী ১৮ মার্চ। তৃতীয় ধাপে ২৪ মার্চ এবং চতুর্থ ধাপে ৩১ মার্চ। এছাড়া পঞ্চম ধাপের ভোট গ্রহণ করা হতে পারে পবিত্র রমজানের পর আগামী ১৮ জুন।
Comments