রোববার কলকাতা বই মেলায় ‘বাংলাদেশ দিবস’

ঢাকার রোজ গার্ডেনের আদলে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়নে ৪১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। ছবি: সুব্রত আচার্য

কলকাতা আন্তর্জাতিক বই মেলায় রোববার দিন জুড়ে পালিত হবে “বাংলাদেশ দিবস”। কলকাতার অদূরে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত প্রাণের এই মেলার শেষ দিনের আগে তাই “বাংলাদেশ দিবস” ঘিরে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই দিবস পালন করবে। যার সহযোগিতায় থাকবে মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্শ গিল্ড।

গত ৩১ জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় তার সঙ্গে ছিলেন গুয়েতেমালার সাহিত্যিক ইউডা মোরেস। গুয়েতেমালা ছাড়া এবার কলকাতা বই মেলায় ২১টি দেশ অংশ নিচ্ছে। আর বরাবরের মতো এবারও সবচেয়ে বড় অংশীদার সেই বাংলাদেশই যে স্টলে লাইন দিয়ে পাঠক প্রবেশ করছেন। আর ব্যাগ ভর্তি করে বাংলাদেশি বই কিনে বাড়ি ফিরছেন।

ঢাকার রোজ গার্ডেনের আদলে তৈরি এবার এই প্যাভিলিয়নে ৪১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা একাডেমি, বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, শিশু একাডেমি, জাতীয় গ্রন্থ কেন্দ্র।

বাংলাদেশ দিবসের কর্মসূচি সম্পর্কে দ্য ডেইলি স্টারকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ‍উপ-হাইকমিশনার তৌফিক হাসান জানান, প্রতিবছরের মতো এবারও মেলার শেষ দিনের আগের দিন বাংলাদেশ দিবস উদযাপন করা হবে। মেলার শেষ দিকে বাড়তি ভিড় হয়। এই ভিড়ের পুরো সুযোগ নেবে এই উৎসব। তার বিশ্বাস, প্রচুর সংখ্যক মানুষ এই উৎসবের সামিল হতে পারবেন এদিন।

কলকাতা বই মেলার গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, অভূতপূর্ব আয়োজন থাকছে এদিন। বাংলাদেশ নাম শুনলেই পাঠকরা বই মেলায় হুমড়ি খেয়ে পড়েন। প্রতিবছর বই মেলায় বাংলাদেশে প্যাভিলিয়ন এবং মেলায় বাংলাদেশ দিবসে কলকাতার মানুষের অংশ গ্রহণ বাড়ছে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আমাদের বিশ্বাস।

বাংলাদেশ উপ-দূতাবাস থেকে জানানো হয়, রোববারের বাংলাদেশ দিবসের প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।  থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, সাংসদ অসীম কুমার উকিল, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সচিব বেগম আখতারি মমতাজ, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল।

এদিন বাংলা সাহিত্য ও বঙ্গবন্ধু শীর্ষক একটি আলোচনা সভারও আয়োজন রয়েছে। বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল মোমেন আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করবেন। প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এছাড়া আলোচক হিসাবে পাওয়া যাবে কলকাতার সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, বাংলাদেশের জাতীয় যাদুঘরের মহাপরিচালক রিয়াজ আহমেদকেও।

Comments

The Daily Star  | English
yunus meeting tarique rahman in london

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

17m ago