ফিরলেন দেম্বেলে, আছেন মেসিও
অ্যাওয়ে ম্যাচে রাতে অ্যাতলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে খেলার জন্য সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন তরুণ তারকা উসমান দেম্বেলে। এছাড়াও ফিটনেস টেস্ট টেস্ট উতরেছেন অধিনায়ক লিওনেল মেসিও। তাই এ দুই তারকাকে নিয়েই বিলবাওর বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ এরনাস্তো ভালভার্দে।
কোপা দেল রের এল ক্লাসিকোতে মাত্র ৩০ মিনিট খেলেছিলেন মেসি। তাও সেরা ছন্দে ছিলেন না। পুরো ম্যাচেই যে অস্বস্তিতে ছিলেন তা বোঝা গিয়েছে স্পষ্ট। আর দেম্বেলে ফিরছেন প্রায় তিন সপ্তাহ পর। গোড়ালির ইনজুরি কাটিয়ে উঠেছিলেন আগের সপ্তাহেই। কিন্তু সে ইনজুরি কাটিয়ে উঠতে না উঠতেই ভুগেছেন গল-গ্রন্থির প্রদাহে।
অ্যাতলেটিক বিলবাওর বিপক্ষে বার্সা স্কোয়াড:
মার্ক টের স্টেগান, ইনাকি পিনা, নেলসন সেমেদো, জেরার্দ পিকে, ক্লেমো লিংলে, জেইসন মরিলো, হুয়ান মিরান্দা, থমাস ভারমালেন, ইভান রাকিতিচ, সের্জিও বুসকেতস, ফিলিপ কৌতিনহো, সের্জি রোবার্তো, কার্লেস এলেনা, আর্তুরো ভিদাল, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, উসমান দেম্বেলে, ম্যালকম ও কেভিন প্রিন্স বোয়েটাং।
তবে একাদশে থাকলেও মেসির প্রথম একাদশে থকার সম্ভাবনা অনেকটাই কম। এল ক্লাসিকোর মতো এ ম্যাচেও বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারেন তিনি। ইঙ্গিতটা এমনই দিয়েছেন কোচ ভালভার্দে, ‘অবস্থা আগের মতোই আছে। যদি সে ভালো থাকে, সে অবশ্যই খেলবে। যদি না থাকে আমাদের অবশ্যই মানিয়ে নিতে হবে।’
তবে দেম্বেলে যে এ ম্যাচে খেলছেন তার ইঙ্গিতটাও দিয়েছেন বার্সা কোচ। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ইনজুরির কারণে আর্থুর মেলোকে পাচ্ছে না বার্সেলোনা। আর শেষ দুই দিন অনুশীলন করতে দেখা গেলেও থাকছেন না স্যামুয়েল উমতিতিও। আর নিষেধাজ্ঞার কারণে জর্দি আলবাকেও পাচ্ছে না দলটি।
কোচের ভাষায়, ‘আর্থুর, এমন একজন খেলোয়াড়কে হারাচ্ছি যে কি না খেলার নিয়ন্ত্রণ এনে দেয়। আমাদের অ্যালেনা, ভিদাল, কৌতিনহো আছে কিন্তু কেউ তার মতো নয়। তবে জর্দির মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া খুব কঠিন।’ আর উমতিতিকে নিয়েও আশা দেখালেন কোচ, ‘ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। আশা করি খুব শীগগিরই সে আমাদের সঙ্গে যোগ দেবে।’
সম্ভাব্য একাদশ: টের স্টেগান, রোবার্তো, পিকে, লিংলে, মিরান্দা, অ্যালেনা, বুসকেতস, ভিদাল, ম্যালকম ও দেম্বেলে।
Comments