‘বার্সেলোনাকে ধরে ফেলতে পারে রিয়াল’
নানা বিতর্কের পর মাদ্রিদ ডার্বিতে শেষ পর্যন্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদই। আগের দিন ৩-১ গোলের জয় পেয়ে লালিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমিয়েছে। আর তাতেই স্বপ্নের পরিধিটা লম্বা হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। এমনকি বার্সেলোনাকে ধরে ফেলতে পারেন বলেও মনে করছেন দলের অধিনায়ক সের্জিও রামোস।
অ্যাতলেটিকোর বিপক্ষে জয়ের পর বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রামোস বলেছেন, ‘লিগ এখনও উম্মুক্ত অবস্থায় আছে। খেলার যে অবস্থা তাতে যে কোন মুহূর্তে এবং যে কোন দল আপনার আপনার জীবনকে দুঃসহ করে তুলতে পারে। এবং এটা মৌসুমের প্রথম অর্ধে দেখাও গিয়েছে। তাই বার্সেলোনাকে ধরে ফেলতে পারে রিয়াল।’
‘আমার আমাদের লক্ষ্য পূরণ করেছি। টেবিলে আমাদের স্থান পুনরুদ্ধার করার চেষ্টা করছি। এবং শীর্ষে থাকা দলের সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা করছি। এখন আমরা দেখতে চাই তারা কি করে। আমাদেরসবসময় বিশ্বাস ছিল যে আমরা শিরোপার জন্য লড়াই করব। এখন বার্সেলোনার জন্য এটা কঠিন করে তুলব যদিও তারা বেশ বড় লিডে এগিয়ে আছে।’- যোগ করে আরও বলেন রিয়াল অধিনায়ক।
শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট বর্তমানে ৫০। তাদের চেয়ে পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে দলটি। রাতেই অ্যাওয়ে ম্যাচে অ্যাতলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচে জয় পেলে ব্যবধান হবে আট। তবে লিগের এক পর্যায়ে এ ব্যবধান ছিল প্রায় দ্বিগুণ। তাই লিগ জয়ের স্বপ্ন এখনও দেখছে লস ব্লাঙ্কোসরা।
আগের দিন অ্যাতলেটিকোর বিপক্ষে দারুণ জয় পেয়েছে রিয়াল। যদিও দুটি বিতর্কিত সিদ্ধান্ত পক্ষে গিয়েছে তাদের। কিন্তু ম্যাচের সার্বিক পরিস্থিতিতে জয়টি তাদের প্রাপ্য বলেই মনে করছেন রামোস, ‘রিয়াল মাদ্রিদ খুব ভালো ম্যাচ খেলেছে। শুধু মাত্র আক্রমণভাগেই নয়, প্রতিটা বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ছিল। এবং রক্ষণভাগেও প্রতিপক্ষকে খুব কম সুযোগ দিয়েছে। আমার মনে ফলাফলটি সন্তোষজনক।’
Comments