মোটরসাইকেল থেকে পড়ে আহত ফেরদৌস-পূর্ণিমা

Ferdous and Purnima
ফেরদৌস-পূর্ণিমা। ছবি: সংগৃহীত

‘গাঙচিল’ ছবির শুটিং করতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আহত হয়েছেন ফেরদৌস এবং পূর্ণিমা। আজ (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দুর্ঘটনা ঘটে।

ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল ফেরদৌস-পূর্ণিমার আহত হওয়ার খবর জানিয়েছেন দ্য ডেইলি স্টার অনলাইনকে।

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, “প্রাথমিকভাবে ফেরদৌস-পূর্ণিমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ তাদেরকে নোয়াখালী সদরে নেওয়া হবে। পূর্ণিমা মোটরসাইকেল চালিয়ে শট দিচ্ছিলেন। পেছনে বসা ছিলেন ফেরদৌস। চলন্ত অবস্থায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই পড়ে যান। আঘাত বেশ গুরুতর। তাদের শরীরের একাধিক স্থানে ক্ষত হয়েছে।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে ছবিটি নির্মিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago