কাপলদের জন্যে গান
ভারতের টি-সিরিজের ব্যানারে গানের মডেল হিসেবে কাজ করেছেন মাহিম করিম। গতবছর তার সেই মিউজিক ভিডিও প্রকাশ হয়েছিলো।এবার নতুন আরেকটি গানের মডেল হয়েছেন মাহিম করিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন লাক্সতারকা টয়া।
দুজনের মিউজিক ভিডিও ‘তোর মনে’ ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে। জুলিয়েটের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সুর করেছেন কিবরিয়া বুলবুল। এর সংগীতের পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন রুম্মান চৌধুরী।
দ্য ডেইলি স্টার অনলাইনকে মাহিম করিম বলেন, “কাপলদের মধ্যে মনোমালিন্য হতে পারে। তবে দুজন মানুষ পরস্পরকে যদি সত্যিই ভালোবাসে, তবে যতোই ঝামেলা হোক না কেনো তারা চাইলে একসঙ্গে থাকতে পারে এটাই বোঝানো হয়েছে।”
‘তোর মনে’ গানটিকে তার পঞ্চম মিউজিক ভিডিও উল্লেখ করে টয়া ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দারুণ একটি কাজ হয়েছে। ভালোবাসা দিবসকে মাথায় রেখেই মিউজিক ভিডিওর গল্প নির্ধারণ করা হয়েছে।”
Comments