গ্রামীণফোনকে ‘এসএমপি’ ঘোষণা করল বিটিআরসি
দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে গ্রামীণফোনের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দিতে পারবে বিটিআরসি।
এই ঘোষণার কথা ইতিমধ্যে গ্রামীণফোনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিটিআরসি। অন্যান্য অপারেটরকেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। এসএমপি ঘোষণার মাধ্যমে বাংলাদেশের টেলিকম সেক্টরে গ্রামীণফোনের একচেটিয়া নিয়ন্ত্রণ পেয়ে যাওয়ার ওপর লাগাম টানতে পারবে নিয়ন্ত্রক সংস্থাটি।
মোবাইল অপারেটরদের জন্য গত বছরের ডিসেম্বর মাসে বিটিআরসি’র জারি করা প্রবিধানমালায় উল্লেখ রয়েছে, কোনো অপারেটরের গ্রাহকসংখ্যা, রাজস্ব অথবা তরঙ্গের দিক দিয়ে ৪০ শতাংশের বেশি বাজার হিস্যা থাকলে তাকে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধারী বা এসএমপি হিসেবে ঘোষণা করা যাবে।
এর মধ্যে গ্রাহক সংখ্যা ও রাজস্ব আয়ের দিক থেকে এসএমপি’র শর্তের মধ্যে পড়েছে গ্রামীণফোন। গত বছরের ডিসেম্বরের হিসাব অনুযায়ী, ৪৬ দশমিক ৩৩ শতাংশ গ্রাহক নিয়ে গ্রামীণফোন শীর্ষ স্থানে রয়েছে। আর গত কয়েক বছর ধরেই অপারেটরটির রাজস্ব আয় ৫০ শতাংশেরও ওপরে।
অন্যদিকে দ্বিতীয় শীর্ষ অপারেটর রবি আজিয়াটার গ্রাহক বাজারের ২৯.৮৭ শতাংশ। বাংলালিংক ও টেলিটকের বাজার হিস্যা যথাক্রমে ২১ দশমিক ৩৫ শতাংশ ও ২ দশমিক ৪৬ শতাংশ।
ডিসেম্বরের শেষ পর্যন্ত গ্রামীণফোনের সক্রিয় গ্রাহক ছিল ৭ কোটি ২৭ লাখ। প্রতিষ্ঠানটি গত বছর ৩,৫২০ কোটি টাকা মুনাফা করেছিল।
Comments