রোনালদোর জাদুতে জয় পেল জুভেন্টাস

একটি গোল করলেন। আরেকটি করালেন। তৃতীয় যে গোলটি আসে সেটাতেও ছিল তার অবদানই বেশি। পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যেই সাস্সুয়োলোর বিপক্ষে বড় জয় পেয়েছে জুভেন্টাস। ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় টানা সাতবারের চ্যাম্পিয়নরা।
ছবি: এএফপি

একটি গোল করলেন। আরেকটি করালেন। তৃতীয় যে গোলটি আসে সেটাতেও ছিল তার অবদানই বেশি। পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যেই সাস্সুয়োলোর বিপক্ষে বড় জয় পেয়েছে জুভেন্টাস। ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় টানা সাতবারের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে গত সপ্তাহটা ভালো কাটেনি জুভেন্টাসের। দুই গোলে এগিয়ে থাকার পরও ড্র। জোড়া গোল করেও জয় এনে দিতে পারেননি রোনালদো। তবে এদিন পেরেছেন। মূলত তার নৈপুণ্যেই জয়ে ফেরে তুরিনরা। অবশ্য দ্বিতীয়ার্ধে নেমেও দারুণ খেলেছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাও।   

তবে গোল করার মতো সহজ সুযোগ প্রথমে পেয়েছিল সাস্সুয়োলোই। ডিফেন্ডারের ভুলে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ফিলিপ দিউরিচিচ। কিন্তু গোলরক্ষককে কাটাতে গিয়ে ভুলটা করে ফেলেন তিনি।

ম্যাচের ২৩তম মিনিটে সামি খেদিরার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। রোনালদোর জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক আন্দ্রেয়া কনসিগলি। কিন্তু ফিরতি বল ফাঁকায় পেয়ে যান খেদিরা। আলতো শটে সহজেই জালে পাঠান এ জার্মান মিডফিল্ডার।

৫৫ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল সাস্সুয়োলো। প্রতিপক্ষ থেকে উড়ে আসা বল এগিয়ে গিয়ে ক্লিয়ার করতে গেলে ঠিকভাবে করতে না পারায় এক বারে ফাঁকা পোস্ট পেয়ে গিয়েছিলেন ডমিনিকো বেরার্সি। কিন্তু তার শট লক্ষ্যে না থাকলে হতাশা বাড়ে দলটির।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান এ পর্তুগিজ। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে গোল করলেন তিনি। চলতি আসরে সিরিএতে এটা তার ১৮তম গোল। ৮৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এমরে কান। রোনালদোর পাস থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এ মিডফিল্ডার।

এ জয়ে ২২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচে ১১তম স্থানে থাকা সাস্সুয়োলোর পয়েন্ট ৩০।

Comments

The Daily Star  | English
justice delayed due to fake cases

A curious tale of two cases

Two cases were filed over the killing of two men in the capital’s Jatrabari during the mass uprising that toppled the Awami League government.

17h ago