বার্সেলোনাকে রুখে দিয়েছে বিলবাও
খেলবেন কি খেলবেন এ নিয়ে ছিল রাজ্যের শঙ্কা। তবে শেষ পর্যন্ত খেলেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু পুরো ছন্দে ছিলেন না। শেষ আট ম্যাচে টানা গোল পাওয়া এ খেলোয়াড় এদিন গোলও পেলেন না। ফলে অ্যাতলেটিক বিলবাওর বিপক্ষে জয়ও পায়নি দলটি। ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে বিলবাও। গোলশূন্য ড্র মেনেই সন্তুষ্ট থাকতে হয় দলদুটিকে।
ম্যাচের প্রথম ১০ মিনিটে প্রায় ছন্নছাড়া ছিল দুই দলই। ১১ মিনিটে আর্তুরো ভিদালের ভুল পাসে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে ইউরি বেরচিচের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ১৭মিনিটে বার্সাকে রক্ষা করেন গোলরক্ষক মার্ক টের স্টেগান। মার্কেল সুসায়েতার কোনাকোনি শট ঝাঁপিয়ে অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন এ গোলরক্ষক।
২২ মিনিটে মেসির ক্রসে ফাঁকায় হেড করার সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। দুই মিনিট পর গোল পেতে পারতো বিলবাও। দারুণ এক ব্যাকভলি নিয়েছিলেন রাউল গার্সিয়া। কিন্তু সে শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক।
২৬ মিনিটে সেমেদোকে দারুণ পাস দিয়েছিলেন মেসি। কিন্তু তিনি বল ধরার আগেই ঝাঁপিয়ে সে বল ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে দারুণ এক চিপ নিয়েছিলেন মেসি। কিন্তু বারপোস্টে লেগে বেরিয়ে গেলে হতাশা বাড়ে দলটির। ৩৭ মিনিটে মেসির কোণাকুণি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। তিন মিনিট পর অল্পের জন্য বেঁচে যায় বার্সেলোনা। ফাঁকায় শট নিয়েছিলেন গার্সিয়া। কিন্তু অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
৬৫ মিনিটে মিকেল সান হোসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮২ মিনিটে বার্সেলোনার ত্রাতা আবার সেই টের স্টেগান। এবারও অবিশ্বাস্য দক্ষতায় ইনাকি উইলিয়ামসের শট ফিরিয়ে দেন তিনি। এরপরও গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিল দুই দল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য ভাবেই শেষ হয় ম্যাচ।
এ ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ২৩ ম্যাচে ৫১। ১৩তম অবস্থানে থাকা বিলবাও সমান সংখ্যক ম্যাচে পেয়েছে ২৭ পয়েন্ট।
Comments