খুলনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ, যুবলীগের ৫ জন নিহত
খুলনা শহরে রূপসা বাইপাস সড়কে দুর্ঘটনায় গোপালগঞ্জ জেলার ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মী নিহত হয়েছেন।
গতরাতে (১০ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়: নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বাবু, উপ-সম্পাদক ওয়ালিদ মাহবুব, সহকারী সম্পাদক সাজু আহমেদ, জেলা শাখার যুবলীগ সভাপতি সাদিকুল আলম এবং ছাত্রলীগ কর্মী আমিনুল ইসলাম।
খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গতরাত সাড়ে ১১টার দিকে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বহরকারী ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গাড়িটি রূপসা সেতুর দিকে যাচ্ছিলো।
পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে বলেও জানান ওসি।
Comments