মানিকগঞ্জে ‘ধর্ষণের’ প্রমাণ মেলায় ২ পুলিশ কর্মকর্তাকে আটক
তদন্ত কমিটি প্রাথমিক প্রমাণ পাওয়ায় মানিকগঞ্জে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
আজ (১২ ফেব্রুয়ারি) ভোরে উপ-পরিদর্শক সেকান্দার হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক মাজহারুল ইসলামকে আটক করা হয়।
তদন্ত কমিটির প্রধান ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান আমাদের মানিকগঞ্জ সংবাদদাতাকে বলেন, “অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে দ্রুত আদালতে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
হাফিজুর আরও বলেন, তদন্ত কমিটির সদস্যরা গতকাল ধর্ষণের শিকার নারীর সঙ্গে কথা বলে ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।
এর আগে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে পাঠানো হয়।
উল্লেখ্য, ২২ বছরের এক নারী সাটুরিয়া থানায় গতকাল সন্ধ্যায় উপ-পরিদর্শক সেকান্দার হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জে দুই পুলিশ প্রত্যাহার
Comments