ফৌজদারি মামলায় সম্পৃক্ত শিশুদের পরিচয়, ছবি গণমাধ্যমে প্রকাশ করা যাবে না
কোনো ফৌজদারি মামলায় সম্পৃক্ত শিশুদের নাম-পরিচয় ও ছবি ছাপানো যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
পর্যবেক্ষণে বলা হয়েছে, সংবাদমাধ্যমগুলো তাদের খবরে ১৮ বছর কম বয়সী শিশুদের সম্পর্কে এমন কোনো তথ্য প্রকাশ করতে পারবে না যার মাধ্যমে তাদেরকে সনাক্ত করা যায়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের দায়ের করা পিটিশনে হাইকোর্ট আজ (১২ ফেব্রুয়ারি) এই পর্যবেক্ষণ দেন।
ব্যারিস্টার সায়েদুল গত বছরের নভেম্বরে হাইকোর্টে ফৌজদারি মামলায় সম্পৃক্ত শিশুদের (১৮ বছরের কম) নাম-ঠিকানা-ছবি প্রকাশ করার আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে এই আবেদন করেন।
এরপর, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনে মামলায় সম্পৃক্ত শিশুর নাম-পরিচয়-ছবি যাতে প্রকাশিত না হয় তা দেখভালের জন্যে আইনসচিব, তথ্যসচিব এবং ল রিপোর্টাস ফোরামকে নির্দেশ দিয়েছেন।
Comments