সড়কে প্রাণ গেলো খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীর
খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আমাদের স্থানীয় সংবাদদাতাকে জানান, আরিফুল ইসলাম আকাশ (২২) নামের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীকে নগরীর রূপসা সেতুর বাইপাস সড়কে পড়ে থাকতে দেখা যায়।
ওসি বলেন, “আমাদের ধারণা সকাল সোয়া ৮টার দিকে কলেজে যাওয়ার পথে কোনো গাড়ি আকাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”
তারপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি একই এলাকায় সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ জেলার ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মী নিহত হন। নিহতদের চারজনই শিক্ষার্থী।
আরও পড়ুন:
Comments