পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা খরা কাটাতে চান আলভেজ
২০১১ সালে অরিক্স কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবকে নেওয়ার পরের বছর থেকে টানা লিগ শিরোপা জিতে যাচ্ছে দলটি। এমনকি ঘরোয়া প্রায় সবগুলো শিরোপাই এক তরফা জিতে চলেছে তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা অধরাই রয়ে গেছে দলটির। চলতি আসরে দারুণ খেলছে দলটি। তাই এবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা খরা কাটাতে বদ্ধপরিকর দলের অন্যতম সেরা খেলোয়াড় দানি আলভেজ।
শেষ ষোলোর লড়াইয়ে আগের দিন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে পিএসজি। তাও আবার ওল্ড ট্রাফোর্ডে। এর আগে কোন ফরাসী দলই এ মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। ইতিহাস সৃষ্টি করার পর তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। তাই চলতি আসরেই শিরোপা খরা কাটাতে চান আলভেজ, ‘আমার মনে হয় আমাদের এ মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের কুমারিত্ব হারাতে হবে। আমরা এর জন্য কঠিন পরিশ্রম করব।’
চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য পিএসজির স্মৃতি সুখকর নয়। ক্লাবটি কেনার পর কারিকারি টাকা ঢেলেও সাফল্য পাচ্ছেন না নাসের আল খেলাইফি। তবে চ্যাম্পিয়ন্স লিগই যে দলের লক্ষ্য তা মানতে নারাজ আলভেজ। সব শিরোপাই জিততে চান বলে জানান তিনি, ‘আমাদের টাকা আছে তাই খরচ করছি। এটা নতুন কিছু নয়। আমাদের লক্ষ্য সকল শিরোপা জয় করা। আমরা প্রতিদিন এর জন্য কাজ করি। আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য হোক চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান কিংবা যে কোন শিরোপা। যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন তাহলে আমরা সমাদৃত হব।’
দুই মৌসুম আগেও বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলের জয় পেয়ে এক পা শেষ আটে দিয়ে রেখেছিল। কিন্তু দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ৬-১ গোলে তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বার্সেলোনাই। সে দুঃস্বপ্নের স্মৃতি এখনও তাড়া করে দলটিকে। কিন্তু সেটাকে অতীত বলেই উড়িয়ে দিলেও সাবধানী আলভেজ, ‘আমি কারো ফিরে আসার ব্যাপারে ভীত নই। কারণ যদি আপনি ভয় পান তাহলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আমার মনে হয় অতীত অতীতই।’
তবে এবার কিছুটা ব্যতিক্রম পিএসজির জন্য। কারণ এবার অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে ফিরেছে দলটি। তাই ঘরের মাঠে ভালো কিছু আশা করতেই পারে তারা। তবে এর জন্য সেরাটাই খেলতে হবে বলে মনে করেন এ ব্রাজিলিয়ান, ‘আমার সুযোগ আছে পরের রাউন্ডে খেলার। তবে আমাদের তাই করতে হবে যা আজ আমরা করেছি কারণ তাদের চ্যাম্পিয়ন্স লিগে যে ইতিহাস আছে যা আমাদের নেই। আমাদের অবশ্যই ভালো পারফরম্যান্স করতে হবে।’
Comments