জিতেও হতাশ পিএসজি!
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে পিএসজির প্রথম জয় তো বটেই, ফরাসী কোন ক্লাবের প্রথম জয়। তাও ২-০ গোলের ব্যবধানে। কিন্তু এমন ইতিহাস রচনার পর ড্রেসিং রুমে ফিরে হাসি মুখ ছিল না খেলোয়াড়দের। উল্টো হতাশাই বেড়েছে দলটির।
অবশ্য এর ঢের কারণও রয়েছে। ২-০ গোলে জিতলেও ব্যবধানটা হতে পারতো আরও বেশি। একটি গোল করলেও দুটি প্রায় নিশ্চিত গোল মিস করেছেন তরুণ তারকা কিলিয়েন এমবাপে। দুইবার গোলরক্ষককে সম্পূর্ণ একা পেয়েও বুদ্ধিদীপ্ত কোন শট নিতে পারেননি। তাদের ধারণা তার একটি গোল হলেও কোয়ার্টার ফাইনালের ব্যাপারে অনেকটাই এগিয়ে যেতে পারতেন তারা।
আর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার গল্প নতুন কিছু নয়। প্রথম লেগে তিন গোল, চার গোল করেও অনেক সময়ই বাদ পড়তে হয় দলকে। এমন অভিজ্ঞতা আছে নিজেদেরও। দুই মৌসুম আগেই বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলের জয় পেয়ে এক পা শেষ আটে দিয়ে রেখেছিল তারা। কিন্তু দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ৬-১ গোলে তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বার্সেলোনাই।
তাই হতাশ তারা হতেই পারে। আর তা গোপনও করেননি এমবাপে, ‘আমি খুবই হতাশ কারণ আমরা আরও একটি গোল করতে পারতাম। আমার মনে হয় তৃতীয় গোলটি হলে এটা শেষ হয়ে যেত। তবে আমি দ্বিতীয় লেগে আরও গোল করার জন্য নিজেকে তৈরি করছি।’
হতাশ আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়াও। আগের দিনের দুটি গোলই তৈরি করে দিয়েছিলেন তিনি, ‘প্রথমার্ধে আমাদের বেশ কিছু সহজ বল মিস হয়েছে। এমবাপে হয়তো একটি নার্ভাস ছিল। সে আমার সামনে খেলেছে। তবে আমি খুশী পরে সে নিজেকে ফিরে পেয়েছে।’
Comments