বিজিবির গুলিতে নিহতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সমাবেশ
গরু জব্দ করা নিয়ে সংঘাতের এক পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে তিনজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেলে সেখানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জনগণ।
হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাঁপধা বাজারে এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শিক্ষক সোহেল রানা, স্থানীয় আব্দুল বারেক, হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন প্রমুখ।
বক্তারা বলেন, মঙ্গলবার বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা বহরামপুর গ্রামে এসে কৃষকদের গরু জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গ্রামবাসী প্রতিবাদ করলে বিজিবি সদস্যরা গুলিবর্ষণ শুরু করে এবং এতে শিক্ষার্থী জয়নুল, নবাব ও পথচারী সাদেক মিয়া নিহত হন। ঠাকুরগাঁওয়ের ইতিহাসে এটি একটি বর্বরোচিত ঘটনা। এতে জড়িত বিজিবি সদস্যদের শাস্তি দাবি করেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং ঘটনা তদন্তে গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যাপারেও আশ্বস্ত করেছেন তিনি।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান আমির বলেন,ময়নাতদন্ত শেষে সন্ধ্যা ৬টার দিকে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments