ভালোবাসার নতুন গানের সন্ধান
আজ (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনে বিনোদন জগতে থাকে নতুন নতুন আয়োজন। এ থেকে পিছিয়ে থাকে না বিনোদনের অন্যতম মাধ্যম সংগীত। এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু গানের ভিডিও তৈরি করা হয়েছে। তেমন কিছু গানের খবর থাকছে এখানে-
মিনারের ‘স্বপ্নভেজা মেঘ’; বালামের ‘হঠাৎ’; ইমরানের ‘আমার কাছে তুমি অন্য রকম’; তাহসানের ‘তুমিময় লাগে’; কাজী শুভর ‘তোমরা কইরো না প্রেম’, ‘নাম্বার ওয়ান প্রেমিক’ এবং ‘ছুঁয়ে ছুঁয়ে’; কাজী শুভ ও মোহনার ‘নেশা’; বেলাল খানের ‘মনের আলো’; তাহসান ও টিনা মুস্তারীর ‘শেষ দিন’ এবং আহম্মেদ ফাহিমের ‘তোমার দুচোখে’।
এছাড়াও রয়েছে- নুসরাত কৃতির ‘কল্পনার রং’; সিঁথি সাহার ‘তুমি নেই’; অপু আমান ও প্রিয়াংকা বিশ্বাসের ‘যাবে না ছেড়ে’; ইবরার টিপু ও বিন্দু কনার ‘এত কাছে এসেছি’; অনুপম রায়ের ‘পারছি না তোকে’; এফ এ সুমনের ‘মিথ্যাবাদী’; কিশোরের ‘আমি শুধু তোমাকেই চাই’; গামছা পলাশের ‘স্বর্গ নরক’; অয়ন চাকলাদারের ‘মন বাড়ি’ এবং বুলবুলের ‘তোর মনে’ মাহতিম শাকিবের ‘যদি’।
Comments