দলগত পারফরম্যান্সের প্রত্যাশায় মাশরাফি
সিরিজ হার এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে। শেষ ম্যাচে হারলেই হোয়াইট ওয়াশ। তাই নুন্যতম একটি ম্যাচে জিতে সম্মান রক্ষা করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু এক মোহাম্মদ মিঠুন ছাড়া আর কারো ব্যাটে রান নেই। তার একক লড়াইয়ে মান রক্ষা হচ্ছে ঠিকই কিন্তু ম্যাচ জিততে হলে প্রয়োজন আরও বেশি। আর তাই দলের সবার কাছ থেকে সম্মিলিত পারফরম্যান্স আশা করছেন অধিনায়ক।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর দুটি ম্যাচের চিত্র প্রায় একই। ব্যর্থ বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষকরে ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। গড়ে ওঠেনি বড় কোন জুটি। মিঠুন লড়াই করে প্রথম ম্যাচে পুঁজি গড়েছিলেন ২৩২ রানের। আর এদিন এলো মোটে ২২৬ রান। ফলে বদলায়নি ম্যাচের ফলাফল। দুই ম্যাচেই ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
‘আমাদের অবশ্যই একটি দল হিসেবে খেলতে হবে। দুটি ম্যাচেই আমরা ২২০-২৩০ রান করেছি। কিন্তু আমাদের অবশ্যই ২৭০-২৮০ রান করতে হবে। আমাদের ৩০-৩২ রানের জায়গায় অবশ্যই ৬০-৭০ রানের বড় জুটি গড়তে হবে।’ – ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বলেছেন মাশরাফি।
তবে ভাগ্যকে কিঞ্চিৎ দোষারোপ করতে পারে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে শনিবার সকালে বৃষ্টি হয়েছে। শুরুর দিকের আবহাওয়া ছিল বোলিং সহায়ক। কিন্তু টস ভাগ্য জিততে পারেনি বাংলাদেশ। তাই উইকেটের সুবিধা আদায় করে নিয়েছে স্বাগতিকরাই। তারপরও দুটি ম্যাচের উইকেটই ছিল ব্যাটিং সহায়ক। দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। তাতেই আঙুল দিয়ে দেখানো হয়েছে টাইগারদের ব্যর্থতা।
তাই ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক, ‘এটা কঠিন একটি দিন ছিল। সকালের আবহাওয়া বোলিং করার জন্য ভালো ছিল। উইকেট হারানো সত্ত্বেও মুশি সেট হয়ে গিয়েছিল কিন্তু যদি আমরা টপ অর্ডারে কিছু জুটি পেতাম তাহলে হয়তো এটা ভিন্ন ধরণের ম্যাচ হতে পারতো। মিঠুন আজও রান করেছে এটা ইতিবাচক। তবে আমার মনে আমাদের টপ অর্ডারকে আরও রান করতে হবে। মোস্তাফিজুর ভালো বোলিং করেছে। তবে এ ম্যাচে আমাদের আর তেমন কোন ইতিবাচক দিক নেই।’
বুধবার ডুনেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ওয়ানডে খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বান জানালেন অধিনায়ক, ‘আশা করি আমরা এ থেকে বের হয়ে আসতে পারব এবং আমাদের সেরাটা দিতে পারব। এখনও একটি ম্যাচ বাকী রয়েছে।’
Comments